১১:৪০ পূর্বাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫, ১৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

রাজবাড়ীতে অস্ত্র মামলায় যুবকের ১৭ বছরের কারাদন্ড

রাজবাড়ীর বালিয়াকান্দিতে অস্ত্র-গুলি রাখার দায়ে মোঃ শমসের মোল্লা (৩৮) নামে এক যুবককে দুটি ধারায় ১৭ বছরের সশ্রম কারাদন্ড প্রদান করেছেন আদালত।

সোমবার (১৩ মে) বিকেল সাড়ে ৪টার সময় রাজবাড়ীর দায়রা জজ ও বিশেষ ট্রাইব্যুনাল-১ এর বিচারক মোসাম্মৎ জাকিয়া পারভিন এই কারাদন্ডাদেশ দেন।

দন্ডপ্রাপ্ত মোঃ শমসের মোল্লা বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের বারমল্লিকা গ্রামের মৃত সেকেন মোল্লার ছেলে।

মামলা সুত্রে জানাগেছে, র‌্যাব-৮, সিপিসি-২, ফরিদপুর ক্যাম্পের সদস্যরা ২০২০ সালের ২৭ মে সন্ধ্যা ৬টার সময় জেলার বালিয়াকান্দি উপজেলার বারমল্লিকা (মোল্লাপাড়া) গ্রামের মোঃ শমসের মোল্লার বাড়ির দক্ষিণ পাশের রান্না ঘরের সামনে উঠানের উপর থেকে শমসের মোল্লাকে আটক করেন। তার স্বীকারোক্তি ও দেখানো মতে তার বসত ঘরের পূর্ব পাশের শয়ন কক্ষের ভিতরে থাকা খাটের তোষকের নিচে থেকে একটি কালো রংয়ের ওয়ান শুটারগান, ৪ টি কার্তুজ, খাটের নিচ থেকে একটি লোহার তৈরী কতিথ রামদা উদ্ধার করেন। এ ব্যাপারে বালিয়াকান্দি থানায় র‌্যাব বাদী হয়ে মামলা দায়ের করেন।

রাজবাড়ী জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) এ্যাড. উজির আলী শেখ বলেন, অভিযুক্ত মোঃ শমসের মোল্লার বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাকে অস্ত্র আইনে দশ বছরের সশ্রম কারাদন্ড এবং গুলি রাখার দায়ে সাত বছরের সশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। এ রায়ে আমরা খুশি।

জনপ্রিয় সংবাদ

শীতে বাড়ছে রোগ-বালাই

রাজবাড়ীতে অস্ত্র মামলায় যুবকের ১৭ বছরের কারাদন্ড

আপডেট সময় : ০৭:৩৪:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৩ মে ২০২৪

রাজবাড়ীর বালিয়াকান্দিতে অস্ত্র-গুলি রাখার দায়ে মোঃ শমসের মোল্লা (৩৮) নামে এক যুবককে দুটি ধারায় ১৭ বছরের সশ্রম কারাদন্ড প্রদান করেছেন আদালত।

সোমবার (১৩ মে) বিকেল সাড়ে ৪টার সময় রাজবাড়ীর দায়রা জজ ও বিশেষ ট্রাইব্যুনাল-১ এর বিচারক মোসাম্মৎ জাকিয়া পারভিন এই কারাদন্ডাদেশ দেন।

দন্ডপ্রাপ্ত মোঃ শমসের মোল্লা বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের বারমল্লিকা গ্রামের মৃত সেকেন মোল্লার ছেলে।

মামলা সুত্রে জানাগেছে, র‌্যাব-৮, সিপিসি-২, ফরিদপুর ক্যাম্পের সদস্যরা ২০২০ সালের ২৭ মে সন্ধ্যা ৬টার সময় জেলার বালিয়াকান্দি উপজেলার বারমল্লিকা (মোল্লাপাড়া) গ্রামের মোঃ শমসের মোল্লার বাড়ির দক্ষিণ পাশের রান্না ঘরের সামনে উঠানের উপর থেকে শমসের মোল্লাকে আটক করেন। তার স্বীকারোক্তি ও দেখানো মতে তার বসত ঘরের পূর্ব পাশের শয়ন কক্ষের ভিতরে থাকা খাটের তোষকের নিচে থেকে একটি কালো রংয়ের ওয়ান শুটারগান, ৪ টি কার্তুজ, খাটের নিচ থেকে একটি লোহার তৈরী কতিথ রামদা উদ্ধার করেন। এ ব্যাপারে বালিয়াকান্দি থানায় র‌্যাব বাদী হয়ে মামলা দায়ের করেন।

রাজবাড়ী জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) এ্যাড. উজির আলী শেখ বলেন, অভিযুক্ত মোঃ শমসের মোল্লার বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাকে অস্ত্র আইনে দশ বছরের সশ্রম কারাদন্ড এবং গুলি রাখার দায়ে সাত বছরের সশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। এ রায়ে আমরা খুশি।