ফ্রান্সের নরম্যান্ডির রুয়েন শহরের কাছে একটি প্রিজন ভ্যানে অতর্কিত হামলার ঘটনায় দুই ফরাসি কারারক্ষী নিহত হয়েছেন। মঙ্গলবারের (১৪ এপ্রিল) এ হামলায় আহত হয়েছেন আরও তিন কর্মকর্তা। তারা হাসপাতালে চিকিৎসাধীন। তাদের মধ্যে দুজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
ফরাসি গণমাধ্যম জানিয়েছে, মোহাম্মদ এ নামের একজন বন্দিকে ভ্যানে করে নিয়ে যাওয়ার সময় এই হামলা হয়। এ সময় বন্দি হামলাকারীদের সঙ্গে পালিয়ে যান। পরে তার খোঁজে কয়েক শত পুলিশ ও আধা-সামরিক বাহিনীর সদস্য মোতায়েন করা হয়।


























