কক্সবাজার জেলার উখিয়া কোট বাজার এলাকায় একটি ভাড়া বাসা থেকে এনজিও কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
এনজিও কর্মীর নাম আবদুল্লাহ আল মাসুদ। তিনি মহেশখালী থানার বড় মহেশখালী গ্রামের মোহাম্মদ শফির ছেলে।
১৫ মে বুধবার আনুমানিক ৮ ঘটিকার সময় উখিয়া উপজেলার কোট বাজার এলাকার দক্ষিণ স্টেশন, পশ্চিম রত্মাপালং, ০৯নং ওয়ার্ড এর একটি বাসায় ফ্যানের সিলিংয়ের সাথে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়।
রত্নাপালং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সেলিম কায়সার জানান, ৫ মাস আগে মাসুদ এ বাসাটি ভাড়া নেন, প্রতিদিন মটর থেকে পানি নিতেন তিনি, আজকে হটাৎ পানি জন্য না যাওয়ায় ওই বাসার মালিক রাসেল ও স্থানীয় কয়েকজন মিলেতাঁর কক্ষে খোঁজ করতে গেলে জানালা দিয়ে দেখতে পান উপরে একটি রশি ঝুলছে এবং নিচে একটি চেয়ারে তাঁর মরদেহটি পড়ে আছে।
স্থানীয় সূত্র জানায়, আব্দুল্লাহ আল মাসুদ NRC নামক একটি এনজিও সংস্থায় কর্মরত এবং ৪/৫ মাস যাবৎ তিনি উক্ত বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছেন। তবে তিনি কেনো আত্মহত্যা করেছেন সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায় নি।























