ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে পাবনার ভাঙ্গুড়া উপজেলায় শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শেষ হয়েছে। দিনভর উপজেলার ৪৫টি ভোটকেন্দ্র ঘুরে ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ করা গেছে।
আজ মঙ্গলবার (২১মে) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোট গ্রহণ করা হয়েছে। নির্বাচনে পুরুষ ভোটারের চেয়ে নারী ভোটারের উপস্থিতি ছিল বেশি।
ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, নির্বাচনকে কেন্দ্র করে প্রশাসনের পক্ষ থেকে বিশৃঙ্খলা এড়াতে কঠোর পদক্ষেপ নেওয়া হয়। সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে নির্বাচন চলাকালে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপর ছিলেন।
ভোট গ্রহণ শেষে ভাঙ্গুড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা শাহারুজ্জামান সন্তোষ প্রকাশ করে বলেন, নির্বাচনে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করেছেন। এ জন্য তিনি সবাইকে ধন্যবাদ জানান।





















