৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে রংপুরের মিঠাপুকুর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে মো. কামরুজ্জামান কামরু ও পীরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নূর মোহাম্মদ মন্ডল বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। কামরুজ্জামান কামরু (হেলিকপ্টার প্রতীকে) ৭০৮৮২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আলহাজ্ব মোতাহার হোসেন মন্ডল মওলা (মোটরসাইকেল প্রতীক) ৪৬৭৫৮ ভোট পেয়েছেন। ভাইস চেয়ারম্যান পদে বর্তমান উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান নিরঞ্জন মহন্ত (তালা প্রতীকে) ৫৭৭০৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আব্দুল হালিম মন্ডল (উড়োজাহাজ প্রতীকে) পেয়েছেন-৫৬২৫৬ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান শামীমা আক্তার জেসমিন (কলস প্রতীকে) ৭১৮২৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মোছা. দেলওয়ারা বেগম (প্রজাপতি প্রতীকে) পেয়েছেন ৪৩৭৫৬ ভোট। অপরদিকে পীরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে টানা তৃতীয়বারের মতো আওয়ামী লীগ নেতা নূর মোহাম্মদ মন্ডল (আনারস প্রতীকে) ৪৪ হাজার ৫৯৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগ নেতা মোকাররম হোসেন চৌধুরী জাহাঙ্গীর (ঘোড়া প্রতীকে) পেয়েছেন ৩৪ হাজার ৬৮১ ভোট। ভাইস চেয়ারম্যান পদে শফিউর রহমান মন্ডল (তালা প্রতীকে) ৪১ হাজার ১৬৯ ভোট এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে সেলিনা আকতার (হাঁস প্রতীকে) ৫২ হাজার ৯৮১ ভোট পেয়ে নির্বাচিত হন।





















