দেশপ্রেমের শপথ নিন, দুর্নীতিকে বিদায় দিন। দুর্নীতি প্রতিরোধের উদ্দেশ্যে সততা ও নিষ্ঠাবোধ সৃষ্টি করা এবং দুর্নীতির বিরুদ্ধে গণসচেতনতা গড়ে তোলার লক্ষ্যে পটুয়াখালীর কলাপাড়ায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয় পটুয়াখালী ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি কলাপাড়া’র আয়োজনে বুধবার সকাল ১১টায় কলাপাড়া প্রেসক্লাব ইঞ্জিঃ মোঃ তৌহীদুর রহমান (সিআইপি) মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
কলাপাড়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি শাহাদাত হোসেন বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি মো. হুমায়ুন কবির। কলাপাড়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন মাননু’র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে এসময় বক্তব্য রাখেন, কলাপাড়া নাগরিক ফোরামের সভাপতি ও কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. শামসুল আলম, কলাপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম মোশারফ হোসেন মিন্টু, সদস্য মো. এনামুল হক, কলাপাড়া দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ- সভাপতি অমল মুখার্জি, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য রুমান ইমতিয়াজ তুষার, মো. মোস্তাফিজুর রহমান সুজন মৃধা, মোস্তফা জামান সুজন, রহমতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ সুজা, আমরা কলাপাড়াবাসীর সভাপতি মো. নজরুল ইসলাম, সাবেক সভাপতি মো. আল ইমরান প্রমুখ।






















