ময়মনসিংহের ফুলপুর থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমানের নির্দেশনায় থানার এস আই রবিউল ইসলাম এক গোপন সংবাদ পেয়ে পুলিশ ফোর্স নিয়ে ২৩ মে বৃহস্পতিবার রাত পৌনে ৪ টায় ফুলপুর থানার রামভদ্রপুর বাজারে মাদক বিরোধী অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী আমিনুল ইসলাম (৩২) কে এক হাজার পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করে।
আমিনুল ইসলাম ফুলপুর রামভদ্রপুর নয়াপাড়া মৃত নবী হোসেন কারীর ছেলে । তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের হয়েছে ফুলপুর থানায় । এবিষয়ে ইনচার্জ মাহবুবুর রহমানের সাথে কথা হলে তিনি জানান ফুলপুর উপজেলায় মাদক ব্যবসায়ী, চোর, ছিনতাইকারী, গরু চোর, চাঁদাবাজ, জুয়াড়ি অপরাধী যেই হউক পুলিশ কোন অবস্থাতেই তাদের ছাড় দেওয়া হবেনা । আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও জননিরাপত্তায় ফুলপুর পুলিশ সর্ব সময়ই সতর্ক অবস্থানে রয়েছে ।





















