হৃদয় সরকার, বশেমুরবিপ্রবি সংবাদদাতা
গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালেয়ে (বশেমুরবিপ্রবি) সিএসই অ্যালামনাই এসোসিয়েশন
নতুন কমিটি গঠিত হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন সিএসই বিভাগ দ্বিতীয় ব্যাচের(২০১২-১৩শিক্ষাবর্ষ) শিক্ষার্থী রাতুল সিকদার। এবং সাধারন সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন সিএসই তৃতীয় ব্যাচের(২০১৩-১৪শিক্ষাবর্ষ) শিক্ষার্থী মাগফুর রুমি।
শনিবার(২৫মে) প্রধান নির্বাচন কমিশনার মো: মাহমুদুল এবং সহকারী নির্বাচন কমিশনার মো: ফেরদৌস ও সোহেল রানার স্বাক্ষরে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে সিএসই অ্যালামনাই এসোসিয়েশনের ১১সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়।
নব-নির্বাচিত কমিটিতে সহ সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন দ্বিতীয় ব্যাচের(২০১২-১৩ শিক্ষাবর্ষ) শ্রাবনী আক্তার সমাপ্তি।
এছাড়া নব-নির্বাচিত কমিটির অনান্য সদস্যরা হলেন, কোষাধ্যক্ষ হিরক ডাকুয়া, যুগ্ম সচিব সায়েদ রাবনূর ইসলাম রায়ইন। কমিটিতে কার্যকরী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন জিসান শেখ, মো: তাহমিদ হাসান, মো: বশির আহমেদ,মো: মারাজুল ইসলাম, মো: মাসুম এবং মো: শাহীন হোসেন।
নব-নির্বাচিত কমিটির সভাপতির বক্তব্যে রাতুল সিকদার বলেন, প্রাক্তনদের সাথে নবাগতদের যোগাযোগ বজায় রাখতে এবং সিএসই বিভাগ উন্নয়নে ভূমিকা রাখতে গঠন করা হয়েছে ‘সিএসই অ্যালামনাই এসোসিয়েশন’। কমিটির দায়িত্ব পেয়ে আমি খুব আনন্দিত। তিনি বলেন, বিশ্ববিদ্যালয় সিনিয়র-জুনিয়র সম্পর্ক দৃঢ় করতে সংগঠনের মাধ্যমে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করবো।
সাধারন সম্পাদকের বক্তব্যে মাগফুর রুমি বলেন, সকলের সহযোগিতায় সিএসই অ্যালামনাই এসোসিয়েশন গঠিত হয়েছে। আমরা সবাই একত্রে কমিটিতে কাজ করবো। নতুন কমিটি হবে নবাগতদের ভরসার একমাত্র আশ্রয়স্থল হয়ে উঠবে।
এছাড়া, এলামনাই এসোসিয়েশন প্রতিষ্ঠাকালীন প্রাক্তন সহ সভাপতি মাহমুদুল ইসলাম(১ম ব্যাচ) ২০১১-১২ শিক্ষাবর্ষ এবং সাধারন সম্পাদক ছিলেন রাকিবুল ইসলাম শাহার(২য় ব্যাচ) ২০১২-১৩ শিক্ষাবর্ষ।
উল্লেখ্য, এসোসিয়েশন গঠিত হয় ২০২৩ সালের মে মাসে। নতুন কমিটির কাছে ২৬ মে ২০২৪ দায়িত্ব হস্তান্তর করা হবে।

























