“অসাম্প্রদায়িক চেতনা এবং নজরুল”শীর্ষক সেমিনার, নজরুল জন্মজয়ন্তী ১৪৩১
গাহি স্যামের গান- যেখানে আসিয়া এক হয়ে গেছে সব ব্যাবধান,যেখানে মিশেছে হিন্দু -বৌদ্ধ -মুসলিম -ক্রিশ্চান।গাহি স্যামের গান।
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা,পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
২৫ মে কক্সবাজার ইনস্টিটিউট ও পাবলিক লাইব্রেরীর শহীদ সুভাস হলে, কক্সবাজার জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা) তাপ্পি চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি মোঃ মাহফুজুল ইসলাম, পুলিশ সুপার, কক্সবাজার, অধ্যাপক সোমেশ্বর চক্রবর্তী, মুহাম্মদ উল্লাহ, মামুন উদ্দিন জুয়েল, মোঃ নাছির উদ্দিন, সত্যপ্রিয় চৌধুরী দোলন, নজীবুল ইসলাম।
আলোচনা সভায় বক্তারা বলেন, কাজী নজরুল ইসলামের জীবন শুরু হয়েছিল অকিঞ্চিতকর পরিবেশে, স্কুলের গণ্ডি পার হওয়ার আগেই ১৯১৭ খ্রিষ্টাব্দে তিনি ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন। মুসলিম পরিবারের সন্তান এবং শৈশবে ইসলামী শিক্ষায় দীক্ষিত হয়েও তিনি বড় হয়েছিলেন একটি ধর্মনিরপেক্ষ সত্তা নিয়ে। একই সঙ্গে তার মধ্যে বিকশিত হয়েছিল একটি বিদ্রোহী সত্তা।
১৯২২ খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার তাকে রাজ্যদ্রোহিতার অপরাধে কারাবন্দী করেছিল। তিনি ব্রিটিশ সাম্রাজ্যের অধীন অবিভক্ত ভারতের বিদ্রোহী কবি হিসেবে পরিচিত হয়েছিলেন।
দ্রোহের কবি, সাম্যের কবি, প্রেমের কবি, কাজী নজরুল ইসলাম, রুটির দোকানের সেই দুখু মিয়া থেকে আমাদের দেশের জাতীয় কবি।























