ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় দফায় মানিকগঞ্জ সদর উপজেলা ও সাটুরিয়া উপজেলা পরিষদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ মে) সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলে এই ভোটগ্রহণ।
উপজেলা পরিষদ নির্বাচনে মানিকগঞ্জ সদর উপজেলায় চেয়ারম্যান পদে সুদেব সাহা মোটরসাইকেল প্রতীক নিয়ে ৩৪ হাজার ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. ইসরাফিল হোসেন কাপ পিরিচ প্রতীক নিয়ে পেয়েছেন ৩১ হাজার ৫৫৯ ভোট।
পুরুষ ভাইস চেয়ারম্যান পদে আব্দুল লতিফ তোতা টিউবওয়েল প্রতীক নিয়ে পেয়েছেন ৩৪ হাজার ৩৬৩ ভোট। আর মহিলা ভাইস চেয়ারম্যান পদে সুমি খানম ফুটবল প্রতীক নিয়ে ৩৬ হাজার ১৫৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
সাটুরিয়া উপজেলায় চেয়ারম্যান পদে মো. শাহজাহান আলী সাজু মোটরসাইকেল প্রতীক নিয়ে ২২ হাজার ৮৩২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. আমজাদ হোসেন লালমিয়া কাপ পিরিচ প্রতীক নিয়ে পেয়েছেন ১৫ হাজার ৩৬১ ভোট।
পুরুষ ভাইস চেয়ারম্যান পদে মো. সোহেল রানা মল্লিক মাইক প্রতীক নিয়ে ২০ হাজার ৪২৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। আর মহিলা ভাইস চেয়ারম্যান পদে মুন্নি আক্তার প্রজাপতি প্রতীক নিয়ে রেকর্ড পরিমাণ ৪২ হাজার ১৫৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
মানিকগঞ্জ সদর উপজেলা নির্বাচনে ফলাফল ঘোষণায় বিলম্ব হওয়ায় প্রায় আধ-ঘণ্টা ঢাকা–আরিচা মহাসড়ক অবরোধ করে রাখেন মোটরসাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী সুদেব সাহার কর্মী ও সমর্থকরা। এ সময় সন্ধ্যা সাড়ে সাতটা থেকে আটটা পর্যন্ত সদর উপজেলা পরিষদের সামনে কয়েক হাজার সমর্থক মহাসড়ক ও উপজেলা পরিষদ চত্বর অবরোধ করে রাখেন। পরে পুলিশ, র্যাব ও বিজিবি ঘটনাস্থলে এসে অবরোধকারীদের মহাসড়ক থেকে সরিয়ে দিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। পরে রিটার্নিং কর্মকর্তা ফলাফল ঘোষণা করেন।
























