বাঙালির আত্মিক মুক্তি ও সার্বিক স্বনির্ভরতার প্রতীক, বাংলাভাষা ও সাহিত্যের উৎকর্ষের নায়ক বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩ তম ও বাঙালির সব আবেগ, অনুভূতিতে জড়িয়ে থাকা চিরবিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৫ তম জন্মবার্ষিকী-২০২৪ উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা, পুরষ্কার বিতরণী ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে খাগড়াছড়িতে।
শুক্রবার দুপুরে খাগড়াছড়ি ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট এর আয়োজনে অডিটোরিয়াম হল রুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ির সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ শানে আলম।

অনুষ্ঠিত সভায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের উপ-পরিচালক জিতেন চাকমার সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন লেখক আর্যমিত্র চাকমা, শিল্পী চামেলি ত্রিপুরা।
এসময় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের জনসংযোগ কর্মকর্তা চিংলামং চৌধুরী, গণমাধ্যম কর্মী হলাপ্রুসাই মারমাসহ শিল্পী বৃন্দ ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা পরে রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের সঙ্গীত গুলো স্থানীয় ক্ষুদ্র নৃগোষ্ঠী শিল্পীদের মাধ্যমে পরিবেশনা করা হয়েছে। শেষে জন্মজয়ন্তী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেছেন অতিথিরা।


























