বরিশালের বানারীপাড়ায় ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে শক্তিশালী প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে জয়ী হলেন আলহাজ্ব গোলাম ফারুক। গত ৫ই জুন অনুষ্ঠিত নির্বাচনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব গোলাম ফারুক ও সাধারণ সম্পাদক এড্য. মাওলাদ হোসেন সানা প্রতিদ্বন্দ্বীতা করে। সরকারি ভাবে মোটরসাইকেল প্রতীকে মাওলাদ হোসেন সানার প্রাপ্ত ২৮৫৬৯ ভোট ও দোয়াত কলম প্রতীকে ৩৩৭৬২ ভোট পেয়ে আলহাজ্ব গোলাম ফারুক টানা চার বারের উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়।
বেসরকারি ভাবে কেন্দ্র ভিত্তিক ফলাফল পেয়ে গোলাম ফারুক অশ্রুসিক্ত চোখে বলেন,আমি উন্নয়নের এই পদযাত্রায় যাদের সহচর ভেবেছিলাম আজ তারা দূরে কিন্তু বানারীপাড়া সাধারণ জনগণ তাদের ঘরের ছেলে ফারুক মনে করে আমাকে একেএকে চতুর্থ বারেও চেয়ারম্যান নির্বাচিত করেছে।তিনি আরো বলেন পৌরসভা ও ইউনিয়নের অবস্থারত নেতাকর্মীদের পরিশ্রমের ফলস্বরূপ আজকের অর্জিত বিজয়।
দীর্ঘ সময়ের জন্য জনগণের অর্পিত দায়িত্বকে নিষ্ঠার সাথে পালন করার অঙ্গিকারবদ্ধ হয় নব নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ফারুক। এছাড়াও ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছে উড়োজাহাজ প্রতীকে নুরুল হুদা তালুকদার ও মহিলা ভাইস চেয়ারম্যান হাঁস প্রতীকে নাজনীন জাহান পলি।





















