যশোর সদর উপজেলা পরিষদের ভোটে নবনির্বাচিত চেয়ারম্যান মোহাম্মদ আলীকে (২৫) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত সাড়ে ১২ টার দিকে সদরের বাহাদুরপুর তেঁতুলতলা মোড়ে ঘটনাটি ঘটে। নিহত মোহাম্মদ আলী বাহাদুরপুর গ্রামের রহমতের ছেলে।
স্থানীয়রা জানিয়েছেন, নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী তৌহিদ চাকলাদার ফন্টুর মোটরসাইকেলের প্রতীকের সমর্থক ছিলেন। মোটরসাইকেল প্রতীকের বিজয় উপলক্ষে ঘটনার রাতে প্রীতিভোজের আয়োজন করা হয়। এসময় ৪/৫ জনের একদল দুর্বৃত্ত মোহাম্মদ আলীকে ধাওয়া করে ধরে কপালে গুলি করে। এলাকার লোকজন তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। এসময় জরুরি বিভাগের চিকিৎসক মোহাম্মদ আলীকে মৃত ঘোষণা করেন।
রাতে ওই এলাকায় খাওয়া দাওয়ার আয়োজন করেন। খাওয়া দাওয়া শেষে তিনি বাড়ি ফিরছিলেন। প্রতিমধ্যে ৪/৫জন যুবক তাকে ধাওয়া করে ধরে মাথায় একাধিক গুলি করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আলীকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।
চিকিৎসক সুজায়েত হোসেন জানান, মোহাম্মদ আলীকে হাসপাতালে তাকে মৃত অবস্থায় আনা হয়। তার কপালে দুটি ও পায়ে একটি গুলির চিহ্ন রয়েছে। যশোর কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহমান জানান, খুনের সাথে জড়িতদের আটকে অভিযান চলছে।


























