বদলগাছী উপজেলার সদর ইউনিয়নের গাবনা গ্রামে বজ্রপাতে দুজন গুরুতর আহত হয়েছে। আহতরা হলেন, গাবনা গ্রামের অবির উদ্দিন ফকিরের ছেলে আবুল হোসেন ফকির (৫৫) ও আমিন আলী ফকিরের ছেলে আব্দুল খালেক ফকির (৩৫)।
৭জুন (শুক্রবার) বেলা ৩টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, আহত দুই ব্যক্তি কাজের উদ্দেশ্যে মাঠে যাচ্ছিল। হঠাৎ ঝড়-বৃষ্টি শুরু হলে তারা একটি গাছের নিচে আশ্রয় নেয়। এমতাবস্থায়, ঝড়-বৃষ্টির সাথে হঠাৎ বজ্রপাতের ঘটনা ঘটে। এ সময় বজ্রপাতে দুই ব্যক্তি গুরুতর আহত হয়। আহতদেরকে উদ্ধার করে নওগাঁ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। সেখানে তারা চিকিৎসাধীন আছেন।






















