০৮:২২ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

এবার বশেমুরবিপ্রবি ছাত্রলীগ কমিটি হবেঃ ইনান

বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার এক দশক অতিবাহিত হলেও গঠন করা হয়নি গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(বশেমুরবিপ্রবি) ছাত্রলীগ। নানান সময়ে কমিটি আসবে, এমন গুঞ্জনও শোনা গিয়েছে। কিন্তু দিনশেষে হতাশ হয়ে ফিরেছে বশেমুরবিপ্রবি ছাত্রলীগের নেতাকর্মীরা। তবে এবার হতাশার মুখ ঘুরে আলোর মুখ দেখতে শুরু করেছে বশেমুরবিপ্রবি ছাত্রলীগ। দীর্ঘদিন পর কমিটি আসার কথা শোনে একদিকে রয়েছে দ্বিধাদ্বন্দ অন্যদিকে রয়েছে সুখের ছায়া।
কমিটির বিষয়ে চলছে গুঞ্জন। সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ বলছে কমিটি আসবে। আবার কেউ বলছে আসলে বিশ্বাস করবো।
বশেমুরবিপ্রবি ছাত্রলীগের কমিটির বিষয়ে জানতে যোগাযোগ করা হয় বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের সাথে। ইনান বলেন, দীর্ঘদিন যাবৎ আমরা আপনাদের বিশ্ববিদ্যালয়ে কমিটি দিব দিব বলে ভাবছি। কিন্তু বিভিন্ন সমস্যার কারনে দিতে পারিনি। তবে এবার আমার উদ্যোগ গ্রহন করেছি। খুব শীঘ্রই কমিটি প্রকাশ করা হবে। ঠিক কবে নাগাদ কমিটি ঘোষণা করা হবে? এমন প্রশ্নের জবাবে ইনান বলেন, আমরা নির্দিষ্ট সময় বলতে পারছিনা। তবে এবার কমিটি হবে।
তিনি জানান, আপনাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের কার্যক্রম অত্যন্ত প্রশংসনীয়। আমরা দীর্ঘদিন ধরে ভাবছি আপনাদের কমিটি দিব বলে চেষ্টা করছি। আশাকরি অতিদ্রুত সাংগঠনিক কার্যক্রমকে শক্তিশালী করতে আপনাদের কমিটি দিব।
তাহলে বছরের পর বছর ধরে আশ্বাস ও জীবনবৃত্তান্ত জমা নেওয়ার এক বছর পার হলেও কমিটি হয়নি কেন? এ প্রশ্নের জবাবে তিনি বলেন, আসলে বাংলাদেশ ছাত্রলীগ একটি সুসংবদ্ধ বৃহৎ সংগঠন। জাতির পিতা বঙ্গবন্ধুর নামাঙ্কিত বিশ্ববিদ্যালয়ের কমিটি দেওয়ার বিষয়ে আমাদের অনেক সাংগঠনিক জটিলতা রয়েছে। আশাকরি এবার সেসব জটিলতা সমাধান করতে পারব।
বশেমুরবিপ্রবিতে ছাত্রলীগের কমিটির বিষয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে রয়েছে একাধিক বিপরীতমুখী পোস্ট। একাধিক ছাত্রলীগের সিনিয়র নেতৃতৃন্দ জানায়, কমিটি আসবে আসবে বলে আর আসা হয়নি। এখনো আমরা কমিটির মুখ দেখতে পাইনি। এই কমিটির বিষয়ে আমরা অনেক পরিশ্রম করেছি। তবে এবার কমিটি আসবে বলে প্রত্যাশা করছি। আশা করি নেত্রী আমাদের দিকে তাকাবেন। বশেমুরবিপ্রবি ছাত্রলীগ নতুন কমিটি পাবে। এতে আমরা অনেক বেশি আনন্দিত।
জনপ্রিয় সংবাদ

চট্টগ্রাম বন্দরে ৯ ‘জুলাই যোদ্ধা’ চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন

এবার বশেমুরবিপ্রবি ছাত্রলীগ কমিটি হবেঃ ইনান

আপডেট সময় : ০৮:৫০:৪৯ অপরাহ্ন, শনিবার, ৮ জুন ২০২৪
বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার এক দশক অতিবাহিত হলেও গঠন করা হয়নি গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(বশেমুরবিপ্রবি) ছাত্রলীগ। নানান সময়ে কমিটি আসবে, এমন গুঞ্জনও শোনা গিয়েছে। কিন্তু দিনশেষে হতাশ হয়ে ফিরেছে বশেমুরবিপ্রবি ছাত্রলীগের নেতাকর্মীরা। তবে এবার হতাশার মুখ ঘুরে আলোর মুখ দেখতে শুরু করেছে বশেমুরবিপ্রবি ছাত্রলীগ। দীর্ঘদিন পর কমিটি আসার কথা শোনে একদিকে রয়েছে দ্বিধাদ্বন্দ অন্যদিকে রয়েছে সুখের ছায়া।
কমিটির বিষয়ে চলছে গুঞ্জন। সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ বলছে কমিটি আসবে। আবার কেউ বলছে আসলে বিশ্বাস করবো।
বশেমুরবিপ্রবি ছাত্রলীগের কমিটির বিষয়ে জানতে যোগাযোগ করা হয় বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের সাথে। ইনান বলেন, দীর্ঘদিন যাবৎ আমরা আপনাদের বিশ্ববিদ্যালয়ে কমিটি দিব দিব বলে ভাবছি। কিন্তু বিভিন্ন সমস্যার কারনে দিতে পারিনি। তবে এবার আমার উদ্যোগ গ্রহন করেছি। খুব শীঘ্রই কমিটি প্রকাশ করা হবে। ঠিক কবে নাগাদ কমিটি ঘোষণা করা হবে? এমন প্রশ্নের জবাবে ইনান বলেন, আমরা নির্দিষ্ট সময় বলতে পারছিনা। তবে এবার কমিটি হবে।
তিনি জানান, আপনাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের কার্যক্রম অত্যন্ত প্রশংসনীয়। আমরা দীর্ঘদিন ধরে ভাবছি আপনাদের কমিটি দিব বলে চেষ্টা করছি। আশাকরি অতিদ্রুত সাংগঠনিক কার্যক্রমকে শক্তিশালী করতে আপনাদের কমিটি দিব।
তাহলে বছরের পর বছর ধরে আশ্বাস ও জীবনবৃত্তান্ত জমা নেওয়ার এক বছর পার হলেও কমিটি হয়নি কেন? এ প্রশ্নের জবাবে তিনি বলেন, আসলে বাংলাদেশ ছাত্রলীগ একটি সুসংবদ্ধ বৃহৎ সংগঠন। জাতির পিতা বঙ্গবন্ধুর নামাঙ্কিত বিশ্ববিদ্যালয়ের কমিটি দেওয়ার বিষয়ে আমাদের অনেক সাংগঠনিক জটিলতা রয়েছে। আশাকরি এবার সেসব জটিলতা সমাধান করতে পারব।
বশেমুরবিপ্রবিতে ছাত্রলীগের কমিটির বিষয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে রয়েছে একাধিক বিপরীতমুখী পোস্ট। একাধিক ছাত্রলীগের সিনিয়র নেতৃতৃন্দ জানায়, কমিটি আসবে আসবে বলে আর আসা হয়নি। এখনো আমরা কমিটির মুখ দেখতে পাইনি। এই কমিটির বিষয়ে আমরা অনেক পরিশ্রম করেছি। তবে এবার কমিটি আসবে বলে প্রত্যাশা করছি। আশা করি নেত্রী আমাদের দিকে তাকাবেন। বশেমুরবিপ্রবি ছাত্রলীগ নতুন কমিটি পাবে। এতে আমরা অনেক বেশি আনন্দিত।