স্বস্তির বৃষ্টি কিছুটা স্বস্তি এনে দিলেও রোদের তেজে আবারও অতিষ্ঠ জনজীবন। এই সময়ে কিছুটা বেশি সময়ই এসি চালানো হয়। কিন্তু ঠিক কতক্ষণ এসি চালানো উচিত, সেটি হয়তো জানা নেই আমাদের। এ কারণে দীর্ঘক্ষণ এসি চালানোয় যেমন বিদ্যুৎ বিল বেশি আসছে, তেমনি দুর্ঘটনার সম্ভাবনা থেকে যায়। বিশেষজ্ঞরা বলছেন, একটি এসি ১৫ থেকে ২০ মিনিটের বেশি চালানো উচিত নয়। এই সময়ের মাঝেই তাপমাত্রা কমিয়ে রুমকে ঠান্ডা করে নিন। এরপর ২০ থেকে ৩০ মিনিট বন্ধ রাখুন। এতে রুম ঠান্ডা থাকবে দীর্ঘক্ষণ। তবে এ সময় সতর্ক থাকতে হবে, ঘরে যেন গরম বাতাস প্রবেশ করতে না পারে।
রুমকে দীর্ঘক্ষণ ঠান্ডা রাখার জন্য এসি চালুর আগে দরজা-জানালা ভালো করে বন্ধ রাখুন। প্রয়োজনে দরজা-জানালায় ভারী পর্দা ব্যবহার করুন। কখনো অতিরিক্ত গরমের কারণে রুম ঠান্ডা করতে হলে দীর্ঘক্ষণ এসি চালাতে পারেন। এক্ষেত্রে তাপমাত্রা কমিয়ে যত কম সময়ে সম্ভব রুম ঠান্ডা করে রাখুন। এসি চালানোর সময় রুমের আকারও গুরুত্বপূর্ণ। এসির টন যদি বেশি হয় তাহলে ১০ থেকে ১৫ মিনিটেই রুম দ্রুত ঠান্ডা হবে। আবার এসির ধারণ ক্ষমতা, অর্থাৎ টন যদি কম হয় তাহলে দীর্ঘক্ষণ চালাতে হবে। এক্ষেত্রে অনেক সময় দুর্ঘটনার সম্ভাবনা থাকে।


























