গাজীপুরের শ্রীপুর থানাধীন মাওনা উত্তরপাড়া এলাকায় পারিবারিক কলহের জোর ধরে গলায় রশি পেঁচিয়ে স্বাসরুদ্ধ করে হত্যা করে ঘাতক স্বামী। অতঃপর চিরকুট লিখে পালিয়ে যাওয়া চাঞ্চল্যকর হত্যা মামলার আসামি ছয় ঘণ্টার মধ্যে জামালপুর জেলার সদর থানাধীন ফৌজদারি মোড় এলাকা হতে র্যাবের যৌথ অভিযানে গ্রেপ্তার করা হয়। এ সংক্রান্ত প্রেস ব্রিফিংএ,গাজীপুর পোড়াবাড়ি র্যাব ১গ্রেপ্তারের বিষয়ে তথ্য নিশ্চিত করেছেন।
র্যাব আরো বলেন, গাজীপুর জেলার শ্রীপুর থানাধিন মাওনা উত্তরপাড়া এলাকায় আসামি মোহাম্মদ আল আমিন তার স্ত্রী মিম আক্তারকে রশিদ দিয়ে গলায় পেচিয়ে হত্যা করিয়া গুম করার উদ্দেশ্যে বাহির থেকে দরজায় তালা দিয়ে পালিয়ে যায়। উক্ত ঘটনায় ভিকটিমের পিতা মোঃ ইউসুফ আলী শ্রীপুর থানায় একটি এজাহার দায়ের করেন। এজাহার নং ২৯/২৪৭।পরবর্তীতে বিষয়টি গণমাধ্যম সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হয়। যার জের ধরে র্যাব যৌথ অভিযান পরিচালনা করে আসামি আলামিনকে গ্রেফতার করতে সক্ষম হয়। আসামি আল আমিনের ব্যাপারে আইনগত ব্যবস্থা চলমান।










