০১:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ২৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

কোটা আন্দোলন: ঢাকা কলেজের সামনে অজ্ঞাত যুবক নিহত

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে চলমান কোটা আন্দোলনে ঢাকা কলেজের বিপরীত পাশে কোটা আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষের সময় অজ্ঞাতনামা এক যুবক নিহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে তার নাম পরিচয় জানা যায়নি। নিহতের বয়স আনুমানিক ২৫ বছর। আজ মঙ্গলবার (১৬ জুলাই) বিকালে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে পরীক্ষা-নিরীক্ষা করে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ময়নাতদন্তের জন্য মরদেহটি মর্গে রাখা হয়েছে। তার পরিচয় জানার চেষ্টা চলছে।

মৃত তরুণকে হাসপাতালে নিয়ে আসা পথচারী আকাশ নামে এক কিশোর জানায়, ঢাকা কলেজের বিপরীত পাশে সিএনজি পাম্পের সামনে কয়েকজন ধরাধরি করে ওই যুবককে নিয়ে আসছিলেন। তখন একটি রিকশায় ওই কিশোর তাকে হাসপাতালে নিয়ে আসেন। নিহত ওই যুবকের নাম পরিচয় কিছুই জানে না সে।

 

জনপ্রিয় সংবাদ

উদ্দেশ্যপ্রণোদিতভাবে ডাকাতি মামলায় ফাঁসানোর অভিযোগে সংবাদ সম্মেলন

কোটা আন্দোলন: ঢাকা কলেজের সামনে অজ্ঞাত যুবক নিহত

আপডেট সময় : ০৬:২০:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে চলমান কোটা আন্দোলনে ঢাকা কলেজের বিপরীত পাশে কোটা আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষের সময় অজ্ঞাতনামা এক যুবক নিহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে তার নাম পরিচয় জানা যায়নি। নিহতের বয়স আনুমানিক ২৫ বছর। আজ মঙ্গলবার (১৬ জুলাই) বিকালে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে পরীক্ষা-নিরীক্ষা করে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ময়নাতদন্তের জন্য মরদেহটি মর্গে রাখা হয়েছে। তার পরিচয় জানার চেষ্টা চলছে।

মৃত তরুণকে হাসপাতালে নিয়ে আসা পথচারী আকাশ নামে এক কিশোর জানায়, ঢাকা কলেজের বিপরীত পাশে সিএনজি পাম্পের সামনে কয়েকজন ধরাধরি করে ওই যুবককে নিয়ে আসছিলেন। তখন একটি রিকশায় ওই কিশোর তাকে হাসপাতালে নিয়ে আসেন। নিহত ওই যুবকের নাম পরিচয় কিছুই জানে না সে।