মুন্সীগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে কোটা আন্দোলনকারীরা। আন্দোলনকারীদের অবরোধের মুখে কিছুক্ষণ মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে। পরে কোটা সংষ্কারের পক্ষে আন্দোলনরত শিক্ষার্থীদের
সঙ্গে দাওয়া পাল্টা-দাওয়ার সংঘর্ষে জড়ায় ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা।মহাসড়ক থেকে সরাতে লাঠিসোটার ব্যবহার সহ একাধিক চকলেট বোমা বিস্ফোরণ ঘটায়।দাওয়া পাল্টা-দাওয়া ইটপাটকেল ছুড়াছুড়িতে সাধারন কোটা আন্দোলন কারী ছাত্র-ছাত্রী সহ প্রায় ১৫ জন্য আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। তবে ছাত্রীরা বেশি আহত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুলাই) সকাল সাড়ে এগারোটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশের জামালদী বাস স্ট্যান্ড এলাকায় হামদর্দ বিশ্ববিদ্যালয়ের সামনে অবস্থান নেয় শিক্ষার্থীরা। এক পর্যায়ে তারা মিছিল নিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবস্থান নেয়। শিক্ষার্থীদের অবরোধে মহাসড়কের যান চলাচল বন্ধ হয়ে গেলে পুলিশ ও স্থানীয় আওয়ামী লীগ,ছাত্রলীগ নেতাকর্মীরা তাদের সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়। এসময় আন্দোলনকারী শিক্ষার্থীরা মহাসড়ক থেকে সরে গেলেও মহাসড়কের আশেপাশে বিভিন্ন দোকান ও সংযোগ সড়কে অবস্থা নিয়ে স্লোগান দিতে থাকে।
গজারিয়া উপজেলায় বৈষম্য বিরোধী ছাএ সমাজের ব্যানারে আয়োজিত এই প্রতিবাদ কর্মসূচিতে হামদর্দ বিশ্ববিদ্যালয়, গজারিয়া সরকারি কলেজ,গজারিয়া কলিম উল্লাহ কলেজ, জিস্ট পলিটেকনিক ইনিস্টিটিউট-সহ উপজেলায় বিভিন্ন প্রতিষ্ঠান থেকে প্রায় ৫ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, যতদিন না পর্যন্ত কোটা পদ্ধতি সংস্কার করা হবে ততদিন পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। এসময় তারা সাধারণ শিক্ষার্থীদের হত্যা ও তাদের উপর হামলার ঘটনায় দোষীদের বিচার দাবি করেন। প্রথম দফায় শিক্ষার্থীদের মহাসড়ক থেকে নামিয়ে দিলেও পর্বতীতে প্রায় সাড়ে ১২ টার দিকে তারা আবার
সঙ্ঘবদ্ধ হয়ে হামদর্দ বিশ্ববিদ্যালয়ের পশ্চিম পাশে গজারিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল হক টিটু’র নেয়ামত শুকরিয়া শপিং কমপ্লেক্স এর সামনে ঝামেলা পাকায়।আক্রমণের বিষয়ে মমিনুল হক টিটু জানায়, সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে বিএনপি ও জামাতের লোকজন উস্কানি দিয়ে হামলা চালায়।কোটা সংস্কারের নামে সাধারন শিক্ষার্থীদের নামে জামায়েত বিএনপি জ্বালাও পোড়াও অগ্নি সন্ত্রাসের কার্যকলাপ চালিয়ে যাচ্ছে।এতে কমপ্লেক্সটির একাধিক গ্লাস ভাংচুর সহ আসেপাশে ইটপাটকেল ছরিয়ে ছিটিয়ে পরে থাকতে দেখাযায়।
বিষয়টি সম্পর্কে গজারিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ রাজিব খান বলেন, শিক্ষার্থীরা মহাসড়কে জটিকা মিছিল বের করেছিল। আমরা তাদের মহাসড়ক থেকে নামিয়ে দিয়েছি। আইনশৃঙ্খলা পরিস্থিতি একেবারে স্বাভাবিক। গজারিয়া উপজেলার বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছেন।
























