মানিকগঞ্জের শিবালয় জাতীয় মৎস্য সপ্তাহ দিবস উদযাপন উপলক্ষে শিবালয়ে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
(৩১ জুলাই) বুধবার উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে সকালে উপজেলা চত্তর থেকে বর্ণাঢ্য র্যালি বের করে ঢাকা-আরিচা মহাসড়ক প্রদক্ষিন করে উপজেলায় এসে শেষ হয়। র্যালিতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে মৎস্যজীবিরা অংশগ্রহন করেন। পরে শিবালয় উপজেলা হল রুমে “ভোরবো মাছে মোদের দেশ গড়বো স্মার্ট বাংলাদেশ” এই প্রতিপাদ্যে নিয়ে আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ বেলাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন শিবালয় উপজেলা চেয়ারম্যান জনাব মোঃ আব্দুর রহিম খান, উপজেলা ভাইস চেয়ারম্যান আলী আহসান মিঠু, ভাইস চেয়ারম্যান রুনা আক্তার, সহকারী কমিশনার (ভুমি) এসএম ফয়েজ উদ্দিন, শিবালয় থানা অফিসার ইনচার্জ আব্দুর রউফ সরকার, নৌ পাটুরিয়া থানা ইনচার্জ মো: ফরিদুল আলম, শিবালয় উপজেলা সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোহাম্মদ জসিম উদ্দিন, সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রমূখ অংশনেন। আলোচনা শেষে কৃতি মৎস্য চাষীদের মাঝে ক্রেস্ট এবং সনদ তুলে দেওয়া হয়।
























