◉ সব মৃত্যুর তদন্ত করবে তিন সদস্যের কমিটি
কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সংঘটিত মৃত্যু, সহিংসতা, নাশকতা, অগ্নিসংযোগ, লুটপাট, সন্ত্রাসী কর্মকাণ্ড ও ক্ষয়ক্ষতির ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের জন্য ৩ সদস্যেরে তদন্ত কমিশন গঠন করা হয়েছে। আন্দোলন ঘিরে গত ১৬ জুলাই থেকে ২১ জুলাই পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে সংঘটিত ঘটনায় মৃত্যু, সহিংসতা, নাশকতা, অগ্নিসংযোগ, লুটপাট, সন্ত্রাসী কর্মকাণ্ড ও ক্ষয়ক্ষতির ঘটনা তদন্তে হাইকোর্ট বিভাগের তিন বিচারপতির সমন্বয়ে গঠিত এই তদন্ত কমিশন।
গতকাল বৃহস্পতিবার রাষ্ট্রপতির আদেশক্রমে আইন মন্ত্রণালয় এই গেজেট প্রকাশ করেছে। কমিশনের সভাপতি হিসেবে থাকবেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামান এবং দুজন সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন হাইকোর্ট বিভাগের বিচারপতি কে এম জাহিদ সারওয়ার এবং বিচারপতি মোহাম্মদ শওকত আলী চৌধুরী। আগামী ৪৫ কার্যদিবসের মধ্যে সরকারের কাছে তদন্ত প্রতিবেদন দাখিল করবে কমিশন।
গেজেটে বলা হয়েছে, সরকার কমিশন অব ইনকোয়ারি অ্যাক্ট ১৯৫৬-এর ৩ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে গত ১৬ জুলাই থেকে ২১ জুলাই পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে কোটা সংস্কার আন্দোলনের নামে সংঘটিত ঘটনায় মৃত্যু, সহিংসতা, নাশকতা, অগ্নিসংযোগ, লুটপাট, সন্ত্রাসী কর্মকাণ্ড ও ক্ষয়ক্ষতির ঘটনা তদন্তের জন্য তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিশন গঠন করল।
কমিশনের কার্যপরিধি সম্পর্কে গেজেটে বলা হয়েছে, গত ১৬ জুলাই থেকে ২১ জুলাই পর্যন্ত সময়ে নিহত ব্যক্তিদের মৃত্যুর কারণ উদঘাটন ও তাদের মৃত্যুর জন্য দায়ী ব্যক্তিদের চিহ্নিত করা। সংঘটিত সহিংসতা, নাশকতা, অগ্নিসংযোগ, লুটপাট ও সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য দায়ী ব্যক্তিদের চিহ্নিত করা। বিভিন্ন সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত দফতর বা সংস্থা বা প্রতিষ্ঠান, সরকারি কোম্পানি, সংবিধিবদ্ধ কর্তৃপক্ষ ও করপোরেশন এবং বেসরকারি প্রতিষ্ঠানের সম্পত্তির ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা।
এছাড়া গত ১৮ জুলাই জারি করা প্রজ্ঞাপন বাতিল করা হয়েছে। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট সহিংসতায় গত ১৬ জুলাই দেশের বিভিন্ন স্থানে ৬ জন নিহত এবং ওইদিন পর্যন্ত সংঘটিত সহিংসতা, অগ্নিসংযোগ, লুটপাট ও সন্ত্রাসী কর্মকাণ্ডের ঘটনা তদন্তে সরকার এক সদস্যবিশিষ্ট কমিশন গঠন করা হয়েছিল।

























