গুজবে কান না দিয়ে, দেশ না ছেড়ে সম্প্রীতি রক্ষার অঙ্গিকার করেছেন সনাতন ধর্মাবলম্বীরা। গত ১০ আগস্ট শনিবার বিকালে প গড়ে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট আয়োজনে বোদা কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বরে এক সম্প্রীতি সমাবেশে তারা এ অঙ্গীকার করেন। সমাবেশে দুই উপজেলার পাঁচ শতাধিক হিন্দু সম্প্রদায়ের মানুষ অংশগ্রহণ করেন। এসময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক স¤পাদক ফরহাদ হোসেন আজাদ। সমাবেশে বক্তারা বলেন, এ দেশের মাটিতে আমাদের জন্ম, আমাদের বাপ দাদার জন্ম। আমরা এই দেশ কখনই ছেড়ে কোথাও যাব না। সম্প্রীতি রক্ষার মাধ্যমে দেশ গড়বো আমরা। শনিবার বিকাল তিনটা থেকে বোদা উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বোদা এবং দেবীগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে সনাতন ধর্মাবলম্বীরা এসে জড়ো হয়। পরে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সনাতন ধর্মাবলম্বী ও বিএনপির নেতাদের অংশগ্রহণে সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের প গড়ের আহ্বায়ক প্রেমাশিষ কুমার রায়ের সভাপতিত্বে সম্প্রীতি সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের চেয়ারম্যান বিজন কান্তি সরকার, বিএনপির কেন্দ্রীয় কমিটির পল্লী উন্নয়ন স¤পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ, ফ্রন্টের মহাসচিব এস এন তরুন দে, বিএনপি নেতা ও সাবেক পৌর মেয়র মো. তৌহিদুল ইসলামসহ বোদা ও দেবীগঞ্জ উপজেলার সনাতন ধর্মাবলম্বী নেতাগণ।
শিরোনাম
সম্প্রীতি রক্ষার মাধ্যমে দেশ গড়ার প্রত্যয়
-
রংপুর ব্যুরো - আপডেট সময় : ০৪:২৮:০২ অপরাহ্ন, রবিবার, ১১ অগাস্ট ২০২৪
- ।
- 59
জনপ্রিয় সংবাদ





















