জয়পুরহাটের পাঁচবিবির আটাপাড়া সীমান্তের উত্তর কৃষ্ণপুর এলাকায় জোরপুর্বক জমি দখল করে রাস্তা তৈরী করার অভিযোগ পাওয়া গেছে। প্রতিকারের আশায় ভুক্তভুগী থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগে জানাযায়, উপজেলার উত্তর কৃষ্ণপুর গ্রামের বজলুর রশিদের পৈত্রিক জমির পাশ দিয়ে প্রতিবেশী আকরাম হোসেন চলাচলের রাস্তা তৈরী করেন।
আকরামের বাড়িতে যাওয়ার রাস্তার জমিটুকু নিয়ে উভয় পরিবারের মাঝে দীর্ঘদিন ধরে বিবাদ চলে আসছে। বজলুর বলেন, পৈত্রিক সুত্রে প্রাপ্ত উত্তর কৃষ্ণপুর মৌজার ৭২ শতক জমি আমার, আকরাম বাঁশের বেড়া দিয়ে জোরপূর্বক দখল করেন। এছাড়া আমার পায়খানা, ঘরের জানালা ভেঙ্গে ও গাছ কেটে ফেলে তার পরিবারের লোকজন রাস্তা তৈরী করেন। এসময় তাদেরকে নিষেধ করতে গেলে দখলকারীরা অকথ্য ভাষায় গালিগালাজ ও মারপিটের হুমকি দেন। বজলুর আরো বলেন, আমার বাড়ির পিছন দিয়ে তাদের চলাচলের রাস্তা দিয়েছি। এ ব্যাপারে আকরাম বলেন, আমার পরিবারের লোকজন বাড়ি থেকে বাহিরে যেতে পারেনা আমিই প্রথম এমন অভিযোগ করেছি। পরে ইউনিয়ন চেয়ারম্যান, মেম্বার ও পুলিশ এসে আমাকে রাস্তা বের করে দিয়েছে। আমি শ্রমিক দিয়ে রাস্তা করছি।























