০১:১৫ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বন্যাদুর্গতদের পাশে সুবর্ণচরের ফ্রেন্ডস একতা ফাউন্ডেশন 

দেশের দক্ষিন পূর্বাঞ্চলে চলমান বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন লাখ লাখ মানুষ। ভিটে বাড়িতে পানি ওঠায় বাস্তুহারা হাজার হাজার পরিবার। বন্যায়দুর্গতদের সাহায্য সহযোগিতায় অবিরাম কাজ করে যাচ্ছেন নোয়াখালী সুবর্ণচর উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন ‘ফ্রেন্ডস একতা ফাউন্ডেশন’।
বন্যার শুরু থেকেই ক্ষতিগ্রস্ত জেলার প্রত্যন্ত অঞ্চলগুলোতে একাধিক টিম রান্না করা খিচুড়ি, শুকনো খাবার, ঔষধ, পানি, মোমবাতিসহ বিভিন্ন প্রয়োজনীয় ত্রাণসামগ্রী বন্যাদুর্গত হাজার হাজার মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন সংগঠনটির স্বেচ্ছাসেবী সদস্যরা।
স্বেচ্ছাসেবী সংগঠন ফ্রেন্ডস একতা ফাউন্ডেশনের আয়োজনে এসব ত্রাণসামগ্রী বিতরণ করেন সংগঠনের সিনিয়র সদস্য আমজাদ হোসেন, মাসুদ পারভেজ, শামিম হোসেন, মোঃ তারেক হোসেন,ও শাহে ইমরান সুবজ, রিয়াজ হোসেন, ফজলুর রহমান, রায়হান হোসেন জিহাদ, সজিব খান, জাহিদুল ইসলাম, মোহাম্মদ হারুন, সুজন খান জয়, মোঃ হেলালসহ সংগঠনের সদস্যরা৷ সেচ্ছাসেবীদের পরিচালনায় কয়েকটি টিমে বিভক্ত হয়ে বন্যাদুর্গত নোয়াখালী, ফেনী ও কুমিল্লার বিভিন্ন স্থানে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে ফ্রেন্ডস একতা ফাউন্ডেশন স্বেচ্ছাসেবীরা।
ফ্রেন্ডস একতা ফাউন্ডেশনের দায়িত্বে থাকা মাসুদ পারভেজ বলেন, আমরা এই সংগঠনের মাধ্যমে বন্যাদুর্গতদের পাশে দাড়াতে পেরে খুব ভালো লাগছে। আমরা গরীব, দুঃখী, অসহায় মানুষদের জন্য কাজ করি। মানুষের যেকোন প্রয়োজনে সংগঠনটি সদা জাগ্রত। এলাকার তরুণদের হাতে গঠিত এই সংগঠন সবসময় মানুষের উপকার করে আসতেছে ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।
ফ্রেন্ডস একতা ফাউন্ডেশনের টিম সদস্য সাদ্দাম হোসাইন জানান, তারা ইতিমধ্যে সহস্রাধিক মানুষকে সহায়তা করেছেন৷  যাদের বাড়ি ঘরের ক্ষতি হয়েছে বন্যা পরবর্তীতে তাদের পাশে আরও বড় পরিসরে দাড়াবে বলেও জানিয়েছেন তিনি।
উল্লেখ্য, ফ্রেন্ডস একতা ফাউন্ডেশন ২০২০ সালে এলাকার সচেতন একদল তরুণের হাতে গঠন করা হয়। এই সংগঠনটি গরীব মেধাবী শিক্ষার্থীদের  লেখাপড়ার খরচ, বিভিন্ন পাবলিক পরীক্ষায় উত্তীর্ণ ও বিশ্ববিদ্যালয় সান্সপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, বেকার মানুষদেরকে সাবলম্বী প্রজেক্টের মাধ্যমে বেকারত্ব দূর করা, বন্যাদুর্গতদের সহায়তা, অসহায় গরীব মানুষ রোগে আক্রান্ত হলে আর্থিক সহায়তা, গৃহহীনদের ঘরের ব্যবস্থা করাসহ সমাজের যাবতীয় অন্যায়ের বিরুদ্ধে সুনামের সাথে কাজ করে যাচ্ছে।
জনপ্রিয় সংবাদ

বন্যাদুর্গতদের পাশে সুবর্ণচরের ফ্রেন্ডস একতা ফাউন্ডেশন 

আপডেট সময় : ০৫:২২:৪০ অপরাহ্ন, শনিবার, ৩১ অগাস্ট ২০২৪
দেশের দক্ষিন পূর্বাঞ্চলে চলমান বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন লাখ লাখ মানুষ। ভিটে বাড়িতে পানি ওঠায় বাস্তুহারা হাজার হাজার পরিবার। বন্যায়দুর্গতদের সাহায্য সহযোগিতায় অবিরাম কাজ করে যাচ্ছেন নোয়াখালী সুবর্ণচর উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন ‘ফ্রেন্ডস একতা ফাউন্ডেশন’।
বন্যার শুরু থেকেই ক্ষতিগ্রস্ত জেলার প্রত্যন্ত অঞ্চলগুলোতে একাধিক টিম রান্না করা খিচুড়ি, শুকনো খাবার, ঔষধ, পানি, মোমবাতিসহ বিভিন্ন প্রয়োজনীয় ত্রাণসামগ্রী বন্যাদুর্গত হাজার হাজার মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন সংগঠনটির স্বেচ্ছাসেবী সদস্যরা।
স্বেচ্ছাসেবী সংগঠন ফ্রেন্ডস একতা ফাউন্ডেশনের আয়োজনে এসব ত্রাণসামগ্রী বিতরণ করেন সংগঠনের সিনিয়র সদস্য আমজাদ হোসেন, মাসুদ পারভেজ, শামিম হোসেন, মোঃ তারেক হোসেন,ও শাহে ইমরান সুবজ, রিয়াজ হোসেন, ফজলুর রহমান, রায়হান হোসেন জিহাদ, সজিব খান, জাহিদুল ইসলাম, মোহাম্মদ হারুন, সুজন খান জয়, মোঃ হেলালসহ সংগঠনের সদস্যরা৷ সেচ্ছাসেবীদের পরিচালনায় কয়েকটি টিমে বিভক্ত হয়ে বন্যাদুর্গত নোয়াখালী, ফেনী ও কুমিল্লার বিভিন্ন স্থানে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে ফ্রেন্ডস একতা ফাউন্ডেশন স্বেচ্ছাসেবীরা।
ফ্রেন্ডস একতা ফাউন্ডেশনের দায়িত্বে থাকা মাসুদ পারভেজ বলেন, আমরা এই সংগঠনের মাধ্যমে বন্যাদুর্গতদের পাশে দাড়াতে পেরে খুব ভালো লাগছে। আমরা গরীব, দুঃখী, অসহায় মানুষদের জন্য কাজ করি। মানুষের যেকোন প্রয়োজনে সংগঠনটি সদা জাগ্রত। এলাকার তরুণদের হাতে গঠিত এই সংগঠন সবসময় মানুষের উপকার করে আসতেছে ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।
ফ্রেন্ডস একতা ফাউন্ডেশনের টিম সদস্য সাদ্দাম হোসাইন জানান, তারা ইতিমধ্যে সহস্রাধিক মানুষকে সহায়তা করেছেন৷  যাদের বাড়ি ঘরের ক্ষতি হয়েছে বন্যা পরবর্তীতে তাদের পাশে আরও বড় পরিসরে দাড়াবে বলেও জানিয়েছেন তিনি।
উল্লেখ্য, ফ্রেন্ডস একতা ফাউন্ডেশন ২০২০ সালে এলাকার সচেতন একদল তরুণের হাতে গঠন করা হয়। এই সংগঠনটি গরীব মেধাবী শিক্ষার্থীদের  লেখাপড়ার খরচ, বিভিন্ন পাবলিক পরীক্ষায় উত্তীর্ণ ও বিশ্ববিদ্যালয় সান্সপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, বেকার মানুষদেরকে সাবলম্বী প্রজেক্টের মাধ্যমে বেকারত্ব দূর করা, বন্যাদুর্গতদের সহায়তা, অসহায় গরীব মানুষ রোগে আক্রান্ত হলে আর্থিক সহায়তা, গৃহহীনদের ঘরের ব্যবস্থা করাসহ সমাজের যাবতীয় অন্যায়ের বিরুদ্ধে সুনামের সাথে কাজ করে যাচ্ছে।