কিশোরগঞ্জের হাওর অধূষ্যিত উপজেলা ইটনায় সেনাবাহিনীর অভিযানে অবৈধ বালু উত্তোলনের ড্রেজার মেশিন সহ তিনজন কে আটক করেছে সেনাবাহিনী।
শনিবার (৩১ আগষ্ট) সকালে সদর ইউনিয়নের বলদা ঘাটে স্থানীয়দের সহায়তায় অবৈধ ভাবে বালু উত্তোলনের সময় তাদের আটক করা হয়।
সেনাবাহিনী সূত্রে জানা গেছে, স্থানীয় লোকজন সেনাবাহিনীর ১৫ রিভারাইন ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের ইটনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডারের কাছে অ অনুনোমোদিত ড্রেজার দ্বারা বালি উত্তোলনের খবরে জানায় যে, স্থানীয় লোকজন অবৈধভাবে বালি উত্তোলনে নিযুক্ত শ্রমিকদের আটকে রেখেছে যারা বিগত কয়েকদিন ধরে এই এলাকায় বালি উত্তোলনের কাজ করছিলো।
খবর পেয়ে দ্রুত সময়ের মধ্যে বলদা ঘাটে ইটনা আর্মি ক্যাম্প হতে বাংলাদেশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট মোঃ শাহরিয়ার শরীফের নেতৃত্বে সেনাবাহিনী ও পুলিশ সদস্যদের একটি দল ঐ স্থানে পৌছায়। অতঃপর ১টি অ অনুনোমোদিত ড্রেজার, ১ টি অ অনুনোমোদিত বল গেট সহ ৩ জনকে আটক করা হয়।
আটককৃতরা হলো জেলার করিমগঞ্জ উপজেলার মৃত আছম আলীর ছেলে মোঃ সুমন মিয়া, মৃত উস্তম আলীর ছেলে ছোহরাব উদ্দিন এবং বরিশাল জেলার মেহেদীগঞ্জ থানার আবদুল্লাহ।
সেনাবাহিনীর প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা এই অবৈধ বালু ব্যবসার সাথে জড়িত ৬ জন ব্যবসায়ীর নাম উল্লেখ করেন। এই অবৈধ বালু ব্যবসায়ীরা হলেন, করিমগঞ্জ এলাকার সাইফুল ইসলাম, সদর ইউনিয়নের টিপু মিয়া, আমিন মিয়া, এনায়েত কবির ,আবু তালেব এবং মোঃ আপেল মিয়া।
ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাকির রব্বানী জানান, সেনাবাহিনী জব্দকৃত ড্রেজার সহ তিনজন কে থানায় হস্তান্তর করেছেন। পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
























