আঞ্চলিক মহাসড়কর পাশে গড়ো তোলা মাছের খামারেই ধসে পড়েছে চাঁদপুর-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়ক।
গত কয়েকদিনর অব্যাহত ভারী বর্ষনে ফরিদগঞ্জ পৌরসভার চরকুমিরা এলাকায় (ফরিদগঞ্জ সেতু এলাকায়) সড়ক ধসের এ ঘটনা ঘটেছে। জরুরী সংস্কারমূলক পদক্ষেপ গ্রহণ না করলে মহাসড়কের এক অংশ মাছের খামারে পুরোপুরি বিলীন হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।
এমনটি ঘটলে খুলনা, যশোরসহ দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় জেলাগুলোর সাথে চট্টগ্রামসহ দেশর দক্ষিণ পূর্বাঞ্চলীয় জেলাগুলোর যোগাযোগ ব্যবস্থা ভেঙ্গে পড়বে বলে ধারণা করা হচ্ছে। ২০২৩ সালর ২৯ ডিসম্বর বিভিন্ন দৈনিক পত্রিকায় “ফরিদগঞ্জ মাছের খামার গিলে খাচ্ছে মহাসড়ক” শিরোনামে এ বিষয়ে সংবাদ প্রকাশিত হয়।
মুনাফালোভী মৎস খামারীরা মহাসড়কের সুরক্ষায় কোন ব্যবস্থা গ্রহণ না করায় সড়কের পাশে থাকা গাছ, সুরক্ষা পিলার, ফুটপাত মাছের খামারে বিলীন হওয়ার তথ্য সংবাদ প্রকাশ করা হয়। আঞ্চলিক মহাসড়কের সুরক্ষা নিশ্চিত না করে খামার ইজারার প্রক্রিয়া সম্পন্ন না করার জন্য দাবীর কথা তুল ধরা হয়। তা সত্ত্বেও আঞ্চলিক মহাসড়কের সুরক্ষায় সরকারের দায়িত্বশীল মহল কিংবা খামার কর্তপক্ষ কোন কার্যকর পদক্ষেপ গ্রহণ করেনি।
এ বিষয় জানতে সওজ চাঁদপুরের নির্বাহী প্রৌকশলী আলিউল হাসানের ০১৭৩০৭৮২৬৪৪ নাম্বারে কল দিলে তিনি রিসিভ করেননি এবং তার হোয়াটসঅ্যাপ নাম্বারে ক্ষুদে বার্তা প্রেরণ করেও উত্তর মেলেনি।
ক্যাপশন: ধসে পড়া চাঁদপুর-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়ক।
























