রংপুরের মিঠাপুকুর উপজেলার মিলনপুর ইউনিয়নের তরফসাদী খায়রুল উলুম দাখিল মাদ্রাসার সুপার আক্কাস আলীর বিরুদ্ধে দূর্নীতি ও নিয়োগ বাণিজ্যের অভিযোগে পদত্যাগের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থী-অভিভাবক ও এলাকাবাসী। আজ ১ সেপ্টেম্বর রবিবার দুপুর ১২টার দিকে মাদ্রাসার দেড় শতাধিক শিক্ষার্থীসহ অভিভাবক ও এলাকাবাসী মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করেন। অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার মিলনপুর ইউনিয়নের তরফসাদী খায়রুল উলুম দাখিল মাদ্রাসার সুপার আক্কাস আলী আওয়ামী লীগের দলীয় ক্ষমতা প্রয়োগ করে ২০১২ সাল থেকে দূর্নীতি ও নিয়োগ বাণিজ্য করে প্রায় পৌনে এক কোটি টাকা আত্মসাৎ করেন। আওয়ামী লীগের ইউনিয়ন পর্যায়ের নেতা হওয়ায় শিক্ষক ও কর্মচারীরা ভয়ে এতদিন কেউ মুখ খুলেনি সুপারের বিরুদ্ধে। সর্বশেষ মাদ্রাসার বিল লিজের ২ লক্ষ প াশ হাজার টাকা,মাদ্রাসার গাছবাগান বিক্রয় করে ৬ লক্ষ টাকা, পুরাতন ভবন বিক্রয় করে ২ লক্ষ ৮০ হাজার টাকা, ল্যাব-সহকারী,পরিচ্ছন্নতাকর্মী ও আয়াপদে নিয়োগ বাণিজ্য করে উনপ াশ লক্ষ টাকাসহ মাদ্রাসার নামে বরাদ্দকৃত সরকারি অর্থ আত্মসাৎ এবং মাদ্রাসায় নিয়মিত অফিসে না আসার মাধ্যমে প্রতিষ্ঠানটিকে অনিয়মের স্বর্গরাজ্যে পরিণত করেছে। এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ দেয়ার পর কোন প্রতিকার না পেয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী মানববন্ধনে অংশগ্রহণ করে শিক্ষার্থীরা বলেন, অবিলম্বে স্বৈরাচারের দোসর দূর্নীতিবাজ সুপার আক্কাস আলীকে পদত্যাগ করতে হবে ও সুষ্ঠু তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ না করা পর্যন্ত আন্দোলন চলবে। মিঠাপুকুর উপজেলা নির্বাহী অফিসার বিকাশ চন্দ্র বর্মণ বলেন, এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।
শিরোনাম
রংপুরে মাদ্রাসা সুপারের পদত্যাগের দাবিতে মানববন্ধন
-
রংপুর ব্যুরো - আপডেট সময় : ০৬:৩৮:৪৪ অপরাহ্ন, রবিবার, ১ সেপ্টেম্বর ২০২৪
- ।
- 39
জনপ্রিয় সংবাদ
























