সারাদেশে চিকিৎসকরা কমপ্লিট শাটডাউনের ঘোষণা দিলেও কক্সবাজার সদর হাসপাতালে চলছে চিকিৎসা সেবা। ইন্টার্ন চিকিৎসকরা কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী কর্মবিরতি পালন করলেও অন্যদিকে জরুরি বিভাগসহ সকল বিভাগে চিকিৎসা সেবা অব্যাহত রয়েছে। তবে ইন্টার্ন চিকিৎসক না থাকায় কিছুটা প্রভাব পড়েছে।
রোববার (০১ সেপ্টেম্বর) দুপুর দুইটা থেকে সদর হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে এমন দৃশ্য দেখা গেছে। তবে বিকেল চারটা থেকে বৈকালিক সেবা দিতে আসেনি ডাক্তারা। কক্সবাজার সদর হাসপাতালে নামে মাত্র ফি নিয়ে বিকালে বৈকালিক সেবা চালু ছিল। এছাড়া চিকিৎসা সেবা চলমান রয়েছে বেসরকারি হাসপাতালেও।
কক্সবাজার সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মং টিং ঞো জানিয়েছেন, কক্সবাজার সদর হাসপাতালের চিকিৎসা সেবা চলমান রয়েছে। আমরা যেহেতু সরকারি চাকরি করি সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নিব। আমাদের জরুরি বিভাগ থেকে অন্যান্য সকল বিভাগে চিকিৎসা সেবা চলমান রয়েছে।
গত ৩১ আগস্ট, ঢাকা মেডিক্যাল কলেজে হাসপাতালে অপারেশন থিয়েটারে ঢুকে ডাক্তারদের ওপর হামলার ঘটনায় নিরাপদ কর্মস্থলের দাবিতে আজ দুপুর দুইটা থেকে সারা দেশে ডাক্তাররা কর্মবিরতি তথা ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা করেছে।
তবে ইন্টার্ন চিকিৎসকরা জানিয়েছেন, সারাদেশের সিদ্ধান্তের সাথে তারাও কর্মবিরতি পালন করছে। দুপুর দুইটা থেকে তারা কর্মবিরতিতে রয়েছে। কেন্দ্রীয় সিন্ধান্ত না আসা কর্মবিরতি চালিয়ে যাব।
























