কুড়িগ্রামে রাজারহাট উপজেলা সদর ইউপি চেয়ারম্যান এনামুল হককে দুর্নীতিবাজ চেয়ারম্যান আখ্যা দিয়ে তাকে অপসারণের দাবীতে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়ে। সোমবার দুপুরে রাজারহাট উপজেলা রেলস্টেশন সংলগ্ন থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে রাজারহাট বাজার প্রদক্ষিণ শেষে সোনালী ব্যাংক চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ করেন বিক্ষোভকারীরা। বৈষম্য বিরোধী ছাত্র জনতা ছাড়াও রাজারহাট উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এতে অংশগ্রহণ করেন।
রাজারহাট সদর ইউপি’র প্যানেল চেয়ারম্যান শহিদুল ইসলাম তার বক্তব্যে বলেন এর আগে নয়জন ইউপি সদস্য চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা ঘোষণা করলেও বিদায়ী সরকারের ক্ষমতার অপব্যবহারের ফলে তা কার্যকর করা সম্ভব হয়নি। প্রশাসনের কাছে তার দাবি চেয়ারম্যানকে সরিয়ে যোগ্যতার ভিত্তিতে নতুন কাউকে দায়িত্ব বুঝে দেওয়ার। সমাবেশে অন্যান্য নেতারা বলেন যদি এতে চেয়ারম্যানকে অপসারণ করা না হয় তাহলে আরও ব্যাপক কর্মসূচি দিতে বাধ্য হবে তারা।
সমাবেশ শেষে তারা জেলা প্রশাসক মাধ্যমে নয়জন ইউপি সদস্য ও রাজারহাট উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আল মিজান মাহিন স্বাক্ষরিত একটি অভিযোগ স্থানীয় সরকার মন্ত্রণালয়, সচিবালয় সহ কয়েকটি দফতরে প্রেরণ করেন।
























