ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের গোলড়া এলাকায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে রফিক শেখ নামে এক ট্রাক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো দুইজন।
সোমবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে সাটুরিয়া উপজেলার গোলড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।নিহত ট্রাকশ্রমিক রফিক শেখ মানিকগঞ্জ সদর উপজেলার রৌহাদহ গ্রামের বাসিন্দা। আহতরা হলেন- ট্রাকচালক মো. মুন্নাফ ও সেলফি বাসের চালক মো. নুর হোসেন।
গোলড়া হাইওয়ে থানার ওসি রুপল দাস জানান, আজ সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাটুরিয়া উপজেলার গোলড়া এলাকায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাকের শ্রমিক রফিক শেখের মৃত্যু হয়। এ ঘটনায় গুরুতর আহত হন ট্রাক ও বাসের চালক।
স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন। দুর্ঘটনায় জড়িত ট্রাক ও বাসকে থানা হেফাজতে রাখা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।






















