দেশের দক্ষিন পূর্বাঞ্চলে চলমান বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন লাখ লাখ মানুষ। ভিটে বাড়িতে পানি ওঠায় বাস্তুহারা হাজার হাজার পরিবার। বন্যায়দুর্গতদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড.সাখাওয়াত হুসাইনের প্রতিষ্ঠিত ‘আলোর দিশারী’ সংগঠন।
গত ২৬ আগস্ট নোয়াখালীর সেনবাগ উপজেলার ৯নং নবীপুর ইউনিয়ন ৮ নং ওয়ার্ড বিষ্ণুপুর এবং ৯নং ওয়ার্ড গোবিন্দপুর গ্রামে বন্যার্তদের মাঝে আলোর দিশারীর উদ্যোগে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
বন্যায় ক্ষতিগ্রস্ত দিনমজুর, রিকশাচালক ও হতদরিদ্র পরিবারগুলোকে শুকনো খাবার, পানি, প্রয়োজনীয় ঔষধসহ বিভিন্ন সামগ্রী উপহার প্রদান করা হয়।
উপহার সামগ্রী দেওয়া অনুষ্ঠানে প্রধান অতিথি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ সাখাওয়াত হুসাইন বলেন, বন্যাদুর্গত এলাকায় জাতি, ধর্ম নির্বিশেষে সকলের পাশে বিত্তবান এগিয়ে আসা উচিত। দুর্যোগের সময় মানুষের পাশে দাঁড়ালে মানুষ সেটা গভীরভাবে মনে রাখে। সকল শ্রেণিপেশার মানুষ দুর্দিনে সহায়তার হাত প্রসারিত করলে মানবিকতার বিজয় অর্জিত হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন অত্র সংগঠনের যুগ্ম আহবায়ক তাজুল ইসলাম মডেল একাডেমির প্রধান শিক্ষক জনাব খায়ের উল্লাহ আজাদ, ঠেকার হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আলা উদ্দিন খোকন, শ্রীপদ্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব গোলাম মোস্তফা, সংগঠনের সদস্য সচিব মাষ্টার সোহাগ, মাষ্টার আনিছুর রহমান, মাষ্টার মাসুদ, মাওলানা ফিরোজ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সেনবাগ উপজেলার সমন্বয়ক জনাব মামুন হোসেন এবং এলাকার গণ্যমান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জনাব আলমগীর, জনাব মিজানুর রহমান মিজান ও আনোয়ার হোসেন রিপনসহ প্রমুখ।

























