মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব চৌধুরী মোয়াজ্জম আহমদকে গাইবান্ধায় এবং কৃষি মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ রবিউল ফয়সালকে রংপুরে নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসাবে পদায়ন করা হয়েছে। তাদেরকে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদে বদলিপূর্বক পদায়ন করা হয়। আজ ৯ সেপ্টেম্বর সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার উপসচিব হোসনা আফরোজা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই আদেশ জারি করা হয়। একই প্রজ্ঞাপনে গাইবান্ধা ও রংপুরসহ ২৫টি জেলায় নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদায়ন করা হয়েছে। গাইবান্ধায় নতুন জেলা প্রশাসক হিসাবে পদায়নপ্রাপ্ত চৌধুরী মোয়াজ্জম আহমদ বিসিএস প্রশাসন ক্যাডারের ২৪তম ব্যাচের কর্মকর্তা এবং তাঁর নিজ জেলা সুনামগঞ্জ। রংপুরে পদায়নপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল বিসিএস প্রশাসন ক্যাডারের ২৫তম ব্যাচের কর্মকর্তা এবং তাঁর নিজ জেলা রাজশাহী।
























