নওগাঁর বদলগাছী উপজেলার ধর্মপুর গোয়ালভিটা হোসেনিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মো. আনোয়ার হোসেনের বিরুদ্ধে দূর্ণীতির অভিযোগ তদন্তে প্রমাণিত হয়েছে। তদন্তে অভিযোগটির সত্যতা পাওয়ায় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মাদ্রাসা শিক্ষার অধিদপ্তরে সুপারিশ করা হয়েছে। বিষয়টি ১২ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) দুপুরে নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব হাসান।
জানা যায়, গত ২১ শে আগস্টে অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের অর্থ, সরকারি প্রকল্পের অর্থ আত্মসাৎ করাসহ স্থানীয়দের বিভিন্ন অভিযোগের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জোবায়ের ফেরদৌসকে প্রধান করে ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি করে দেন। তদন্ত কর্মকর্তারা গত ৪ সেপ্টেম্বর সকাল ১১ টায় মাদ্রাসায় উপস্থিত হয়ে শত শত লোকের উপস্থিতিতে তদন্ত কার্যক্রম শেষ করেন। পরবর্তীতে তদন্ত কর্মকর্তারা উপজেলা নিবার্হী কর্মকর্তার কাছে তদন্ত রিপোর্ট জমা দেন। তদন্ত কমিটির প্রতিবেদনে অধ্যক্ষের বিরুদ্ধে আনিত অভিযোগের সত্যতা পাওয়ায় তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য কর্তৃপক্ষকে অনুরোধ করা হয়।
সত্যতা নিশ্চিত করে বদলগাছী উপজেলা নিবার্হী কর্মকর্তা মাহবুব হাসান বলেন, তদন্ত কমিটির প্রতিবেদনে অধ্যক্ষের বিরুদ্ধে আনিত অভিযোগের সত্যতা পাওয়া যায়। সেই কারণে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করা হয়েছে। পরবর্তীতে সেখান থেকে নির্দেশনা মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।
























