ফেনী জেলা কর আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দিনভর সদস্যবৃন্দের অংশ গ্রহনে আনন্দঘন পরিবেশে শহরের কুমিল্লা বাসস্ট্যান্ডস্থ সমিতির কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ইসমাইল হোসেন সিরাজী সভাপতি, মো. আবুল হাসেম রতন সাধারণ সম্পাদক ও আরিফুল হাসান রবিন কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছে। নির্বাচনে ভোট গ্রহন শেষে প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট মো. গোলাম কিবরিয়া ভূঞা জানান, সমিতির মোট ১৭৭ জন ভোটার ছিলেন। তন্মধ্যে অবাধ ও সুষ্ঠু নির্বাচনে ১৬০ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
ফলাফল বিবরনীতে দেখা যায়, ১২৯ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন ইসমাইল হোসেন সিরাজী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি এড. বোরহান উদ্দিন চৌধুরী পেয়েছেন ৩০ ভোট। সহ সভাপতি পদে মো. ইউনুছ ১০৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অপরপ্রতিদ্বন্দ্বি মো. আনিছুল হক ৫০ ভোট পেয়েছেন। সাধারণ সম্পাদক পদে মো. আবুল হাসেম রতন ৫৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী জাকারিয়া মোল্লা ৫৩ ও নিজাম উদ্দিন ৪৮ ভোট পেয়েছেন। সহ সাধারণ সম্পাদক পদে এম আশ্রাফ হোসেন সাদেক ৫২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। কোষাধ্যক্ষ পদে ৯৯ ভোট পেয়ে আরিফুল হাসান রবিন নির্বাচিত হন। এছাড়াও সদস্য পদে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ শারীদ (১৪০ ভোট), মোহাম্মদ খালেদুজ্জামান পাটোয়ারী (১২৪ ভোট), মেজবাহ উদ্দিন হায়দার (১০৮ ভোট) ও নুর নবী (৯৫ ভোট)।
নির্বাচনী ফলাফল ঘোষণার পর নব নির্বাচিত সভাপতি ইসমাইল হোসেন সিরাজী বলেন, সংগঠনের সদস্যদের সর্বোচ্চ সংখ্যক ভোট পেয়ে আমি সভাপতি নির্বাচিত হয়েছি। সবাই আমার উপর ভরসা করেছে। এতে করে সদস্যরা আমার সাংগঠনিক তৎপরতাকে আরো উজ্জীবিত করেছে। সবাইকে নিয়ে সমিতি ও সদস্যদের কল্যাণে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি।
























