সম্প্রতি দেশের পূর্বাঞ্চলে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকতে ময়মনসিংহের ভালুকা উপজেলার সাংস্কৃতিক কর্মীরা বন্যার্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছেন। ত্রাণ সম্পন্ন বিষয়ে শুক্রবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় ভালুকা বাসস্ট্যান্ড সেভেনস্টার হোটেলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনায় অংশ নেন, হাসিব হাসান, জয়া চক্রবর্তী, বুলবুল আহমেদ, মওদুদ হাসান তন্ময়, হাবিবুর রহমান, রনি, রাব্বি, রামিম, পুলক, বাপ্পি, চাষা জহির, লাবিব ও রিফাত।
উল্লেখ্য গত ২৬ আগষ্ট ‘সাবাশ বাংলাদেশ’ নামের ব্যানারে ভালুকা মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ চত্বরে গান, আবৃত্তি ও নৃত্য পরিবেশনের মাধ্যমে গণতহবিল সংগ্রহ করেন। এতে ২৯ হাজার ১০২ টাকা গণতহবিল সংগ্রহ হয়। পরে উপজেলার ধলিয়া গ্রামের তরুণদের একটি গ্রুপ আসুন বানভাসীদেও অশ্রুজল শুকাই তারাও যুক্ত হয়ে ২১ হাজার ৩শত টাকা তহবিল প্রদান করেন। এছাড়া বিভিন্ন ব্যক্তিগত পর্যায় থেকে ৪১ হাজার ৬৯৭ টাকা আসে। এতে সর্বমোট তহবিল দাঁড়ায় ৯২ হাজার ৯৯টাকা। পরে ফেনীর সদর উপজেলার তিনটি ইউনিয়ন মোটবী, ছনুয়া ও ফাজিলপুরের ৩৯জন গর্ভবতী নারীদের মাঝে ২ হাজার টাকা করে নগদ ও বিকাশের মাধ্যমে সহায়তা প্রদান করা হয়। বর্তমানে ১৩ হাজার ৭০৪ টাকা অবশিষ্ট তহবিল রয়েছে।
সাবাশ বাংলাদেশের সংগঠক হাসিব হাসান বলেন, দুর্যোগপূর্ণ অবস্থায় আমাদের সাবাশ বাংলাদেশ টিম সবসময় অসহায় মানুষের পাশে থেকে সেবা দেওয়ার চেষ্টা করে যাবেন। এতে সকল মহলের সহযোগিতা প্রয়োজন। তিনি আরও বলেন, বন্যার্ত মানুষের জন্য সমাজের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ আমাদের ডাকে সাড়া দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। ভবিষ্যতেও তারা আমাদের মহৎ উদ্যোগে সাপোর্ট করবেন।
শিরোনাম
ভালুকায় বন্যার্ত অঞ্চলে ত্রাণ সহায়তা সম্পন্ন বিষয়ে আলোচনা সভা
-
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি - আপডেট সময় : ১০:২৭:২২ অপরাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪
- ।
- 57
জনপ্রিয় সংবাদ
























