০৫:২৪ পূর্বাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

মুন্সিগঞ্জে রাসূল(সাঃ)’র জন্মদিন উপলক্ষে আনন্দ র‌্যালী ও দোয়া

মোস্তফা জানে রহমত পে লাখো সালাম নুর নবী এসেছে, নুর নিয়ে এসেছে, সেই নূর এ সারা জাহান আলোকিত হয়েছে।
আস্সালাতু ওয়াস্সালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ্, আস্সালাতু ওয়াস্সালামু আলাইকা ইয়া হাবীবাল্লাহ।
সকল ঈদের সেরা ঈদ, ঈদে মিলাদুন্নবী (ﷺ)।
পবিত্র ঈদুলে মিলাদুন নবী( সাঃ) এর আগম/জন্মদিন হিসেবে  আরবি মাস ১২ রবিউল আওয়াল যা এ বছর ১৭সেপ্টেম্বর সোমবার ২০২৪ইং।সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী,যাকে সৃষ্টি না করিলে তামান জাহান সৃষ্টি করিতেন নাহ্ রাব্বুল আলামিন।সে নবী কারিম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্ম উপলক্ষে আজ শনিবার ১৭রবিউল আওয়াল ১৪৪৬ হিজরি রোজ শনিবার ২১ সেপ্টেম্বর মুন্সিগঞ্জের গজারিয়ায় উপজেলার ঐতিহ্যবাহী টেঙ্গারচর ইউনিয়নের টেংগারচর পূর্বপাড়া মাদ্রাসা সংলগ্ন বাজার  থেকে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওসালাম উপলক্ষে এক বিশাল জশনে জুলুস র‌্যালী বের করা হয়।
জশনে জুলুস র‌্যালীতে টেংগারচর গ্রামের রাসুল প্রিয় মুসলিম তাওহীদি জনতা সহ উত্তরশাহাপুর,জামালদি সহ জেলা উপজেলা থেকে আনন্দ র‌্যালীতে হাজারো মানুষের অংশগ্রহণ করেন।
জশনে জুলুসে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলার আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রচার সম্পাদক হাফেজ মোঃ নাসির উদ্দিন,জামালদি নেছারিয়া মাদ্রাসার শিক্ষক মন্ডল শিক্ষার্থীবৃন্ধ,মাওলানা ইমরান হোসাইন,মাওলানা তৌহিদুর ইসলাম,হাফেজ আব্দুল কাদির,টেংগারচর গ্রামের উত্তর মহল্লা মসজিদের ইমাম মাওলানা আল ইমরান,দক্ষিণ পাড়ার মসজিদের ইমাম মাওলানা তৌহিদ,টেংগারচর মাহম্মুদ নগর মসজিদের ইমাম মাওলানা ফারুক আহমেদ নেছারি।
আরো উপস্থিত ছিলেন আব্দুল সরকার,
হারুন মোল্লা,আব্দুল হাই মিয়াজী স্বপন,
,মোহাম্মদ দেলোয়ার হোসেন,মুসা সরকার,মো.শহিদুল্লাহ,তোফাজ্জল হোসেন,জিল্লু খাঁন,
,নজরুল শেখ,রেফায়েত উল্লাহ,নূরুল ইসলাম সরকার,
,খায়রুল ইসলাম হৃদয়,আল আমিন সহ বিভিন্ন এলাকার রাসূলে প্রিয় ধর্মপ্রাণ মুসলমান।
রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্মদিন উপলক্ষে আনন্দ র‌্যালী টি টেংগারচর বাজার হতে  টেংগারচর ব্রিজে এসে দোয়া এবং মোনাজাতের মাধ্যমে তাবারুক বিতরন করে শেষ করেন।
সে সময় আখেরি মোনাজাত পরিচালনা করেন টেংগারচর গ্রামের পূর্ব পাড়া জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হযরত মাওলানা মোস্তফা কামাল সালেহী সাহেব।উক্ত অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনার ছিলেন মোস্তফা মোল্লা,জামাল,রমজান,মিনার,
সজিব,রোকন,মাসুম,মনজিল,ফয়সাল,তামিম,প্রমুখ।
জনপ্রিয় সংবাদ

মুন্সিগঞ্জে রাসূল(সাঃ)’র জন্মদিন উপলক্ষে আনন্দ র‌্যালী ও দোয়া

আপডেট সময় : ০২:১৩:৫০ অপরাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪
মোস্তফা জানে রহমত পে লাখো সালাম নুর নবী এসেছে, নুর নিয়ে এসেছে, সেই নূর এ সারা জাহান আলোকিত হয়েছে।
আস্সালাতু ওয়াস্সালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ্, আস্সালাতু ওয়াস্সালামু আলাইকা ইয়া হাবীবাল্লাহ।
সকল ঈদের সেরা ঈদ, ঈদে মিলাদুন্নবী (ﷺ)।
পবিত্র ঈদুলে মিলাদুন নবী( সাঃ) এর আগম/জন্মদিন হিসেবে  আরবি মাস ১২ রবিউল আওয়াল যা এ বছর ১৭সেপ্টেম্বর সোমবার ২০২৪ইং।সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী,যাকে সৃষ্টি না করিলে তামান জাহান সৃষ্টি করিতেন নাহ্ রাব্বুল আলামিন।সে নবী কারিম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্ম উপলক্ষে আজ শনিবার ১৭রবিউল আওয়াল ১৪৪৬ হিজরি রোজ শনিবার ২১ সেপ্টেম্বর মুন্সিগঞ্জের গজারিয়ায় উপজেলার ঐতিহ্যবাহী টেঙ্গারচর ইউনিয়নের টেংগারচর পূর্বপাড়া মাদ্রাসা সংলগ্ন বাজার  থেকে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওসালাম উপলক্ষে এক বিশাল জশনে জুলুস র‌্যালী বের করা হয়।
জশনে জুলুস র‌্যালীতে টেংগারচর গ্রামের রাসুল প্রিয় মুসলিম তাওহীদি জনতা সহ উত্তরশাহাপুর,জামালদি সহ জেলা উপজেলা থেকে আনন্দ র‌্যালীতে হাজারো মানুষের অংশগ্রহণ করেন।
জশনে জুলুসে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলার আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রচার সম্পাদক হাফেজ মোঃ নাসির উদ্দিন,জামালদি নেছারিয়া মাদ্রাসার শিক্ষক মন্ডল শিক্ষার্থীবৃন্ধ,মাওলানা ইমরান হোসাইন,মাওলানা তৌহিদুর ইসলাম,হাফেজ আব্দুল কাদির,টেংগারচর গ্রামের উত্তর মহল্লা মসজিদের ইমাম মাওলানা আল ইমরান,দক্ষিণ পাড়ার মসজিদের ইমাম মাওলানা তৌহিদ,টেংগারচর মাহম্মুদ নগর মসজিদের ইমাম মাওলানা ফারুক আহমেদ নেছারি।
আরো উপস্থিত ছিলেন আব্দুল সরকার,
হারুন মোল্লা,আব্দুল হাই মিয়াজী স্বপন,
,মোহাম্মদ দেলোয়ার হোসেন,মুসা সরকার,মো.শহিদুল্লাহ,তোফাজ্জল হোসেন,জিল্লু খাঁন,
,নজরুল শেখ,রেফায়েত উল্লাহ,নূরুল ইসলাম সরকার,
,খায়রুল ইসলাম হৃদয়,আল আমিন সহ বিভিন্ন এলাকার রাসূলে প্রিয় ধর্মপ্রাণ মুসলমান।
রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্মদিন উপলক্ষে আনন্দ র‌্যালী টি টেংগারচর বাজার হতে  টেংগারচর ব্রিজে এসে দোয়া এবং মোনাজাতের মাধ্যমে তাবারুক বিতরন করে শেষ করেন।
সে সময় আখেরি মোনাজাত পরিচালনা করেন টেংগারচর গ্রামের পূর্ব পাড়া জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হযরত মাওলানা মোস্তফা কামাল সালেহী সাহেব।উক্ত অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনার ছিলেন মোস্তফা মোল্লা,জামাল,রমজান,মিনার,
সজিব,রোকন,মাসুম,মনজিল,ফয়সাল,তামিম,প্রমুখ।