নওগাঁর মান্দায় ১৯ কুড়ি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে রাস্তা সংস্কার করা হয়েছে। ২১সেপ্টেম্বর (শনিবার) দিনব্যাপী উপজেলার বিষ্ণপুর ইউনিয়নের জোঁকাহাট-বটতলী- বনকুড়া পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার সড়ক সংস্কার করা হয়।
এসময় বিষ্ণপুর ইউপির সাবেক চেয়ারম্যান আলহাজ্ব কাজেম উদ্দিন, বর্তমান চেয়ারম্যান এস.এম গোলাম আজম, উপাধ্যক্ষ রাজু আহমেদ, প্রফেসর আশরাফুল ইসলাম রফিক, সিনিয়র সহকারি শিক্ষক আব্দুল জলিল, বিশিষ্ট ব্যাবসায়ী মোজাম্মেল হক, সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নুরুল ইসলাম, সংগঠনের সভাপতি মাসুদ রানা (সিহাব), সহ-সভাপতি জাহিদ হাসান, সাংগঠনিক সম্পাদক আফতাব হোসেন, প্রচার সম্পাদক হাসিবুল হাসান, দপ্তর সম্পাদক নাঈম হোসেন, শিক্ষা বিষয়ক সম্পাদক মাহবুর হোসেন, যুগ্ম- সাধারণ সম্পাদক কাউছার হোসেন, পরিবেশ বিষয়ক সম্পাদক তুহিন হোসেন,দূর্যোগ বিষয়ক সম্পাদক মেহেদি হাসান মিঠু, সহ-দূর্যোগ বিষয়ক সম্পাদক সবুজ হোসেনসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন সংস্কার কাজে স্বেচ্ছায় অংশগ্রহন করেন।
উল্লেখ্য, এর আগে গত ৭ সেপ্টেম্বর ১৯ কুড়ি স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে দাসপাড়া ডিগ্রি কলেজ, দাসপাড়া দ্বিমুখী সিনিয়র মাদ্রাসা এবং দাসপাড়া উচ্চ বিদ্যালয়ে ফলজ, বনজসহ বিভিন্ন প্রজাতির প্রায় শতাধিক বৃক্ষরোপন করা হয়। এছাড়াও মাদকমুক্ত সমাজ গড়তে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে সংগঠনটি। আগামীতেও এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলেও জানান তারা।
























