০১:১১ পূর্বাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি করলে রুখে দেয়ার আহ্বান

মিথ্যা মামলা দিয়ে যারা বিএনপির নেতাকর্মী ও সাধারণ জনগণকে হয়রানি করছে তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি দাবি জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক মোহাম্মদ রেজাউল করিম।

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় শনিবার বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মঙ্গলেরগাঁও এলাকায় অনুষ্ঠিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় তিনি এ দাবি জানান।

উপজেলার পিরোজপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠন আয়োজিত এ আলোচনা সভায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক মোহাম্মদ রেজাউল করিম আরও বলেন, বিএনপির নাম ভাঙিয়ে যারা এখন সন্ত্রাসী, চাঁদাবাজি ও নৈরাজ্য সৃষ্টি করছে তারা কখনও এই দলের নেতাকর্মী হতে পারে না। যে কোনো অপরাধের সঙ্গে জড়িতদের ঐক্যবদ্ধভাবে রুখতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।

এছাড়া বিএনপির নেতাকর্মী ও সাধারণ জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে যেসব মামলা করা হয়েছে এর সুষ্ঠু তদন্ত করতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ জানান বিএনপির এই নেতা।

নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম মুকুলের সভাপতিত্বে ও পিরোজপুর ইউনিয়ন ১নং ওয়ার্ডের বিএনপির সভাপতি নুরনবী মাষ্টারের সঞ্চালনায় অনুষ্ঠানে এসময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন পিরোজপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সহ সাধারণ সম্পাদক আলহাজ্ব সিরাজুল হক ভূইয়া, শম্ভুপুরা ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল মালেক মাস্টার, পিরোজপুর ইউনিয়ন বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান, দপ্তর সম্পাদক মোঃ আব্দুর রশিদ, জেলা যুবদল নেতা হাজী রাজু আহম্মেদ রমজান,পিরোজপুর ইউনিয়ন বিএনপি নেতা ওয়াজ করোনী ফরাজি,  বিএনপি নেতা মোরশেদ আলম, উপজেলা যুবদলের সাবেক সদস্য শাহিন মিয়া, যুবদল নেতা আবুল কাশেম,শম্ভুপুরা ইউনিয়ন বিএনপি নেতা কবির হোসেন ভুইয়া বাবুল, শাহাদাৎ মেম্বার,আলহাজ্ব শামছুল আলম, এডভোকেট এ.কে.এম ফজলুল হক, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি ওয়াহেদ বিন বকুল, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম মুকুল ও জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সালাউদ্দিন সালুসহ স্থানীয় বিএনপির  নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় বিশেষ দোয়া করা হয়। এর আগে বিভিন্ন ওয়ার্ড থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে অনুষ্ঠানে যোগ দেন দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।

জনপ্রিয় সংবাদ

বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি করলে রুখে দেয়ার আহ্বান

আপডেট সময় : ০২:০৯:২৩ অপরাহ্ন, রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪

মিথ্যা মামলা দিয়ে যারা বিএনপির নেতাকর্মী ও সাধারণ জনগণকে হয়রানি করছে তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি দাবি জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক মোহাম্মদ রেজাউল করিম।

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় শনিবার বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মঙ্গলেরগাঁও এলাকায় অনুষ্ঠিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় তিনি এ দাবি জানান।

উপজেলার পিরোজপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠন আয়োজিত এ আলোচনা সভায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক মোহাম্মদ রেজাউল করিম আরও বলেন, বিএনপির নাম ভাঙিয়ে যারা এখন সন্ত্রাসী, চাঁদাবাজি ও নৈরাজ্য সৃষ্টি করছে তারা কখনও এই দলের নেতাকর্মী হতে পারে না। যে কোনো অপরাধের সঙ্গে জড়িতদের ঐক্যবদ্ধভাবে রুখতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।

এছাড়া বিএনপির নেতাকর্মী ও সাধারণ জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে যেসব মামলা করা হয়েছে এর সুষ্ঠু তদন্ত করতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ জানান বিএনপির এই নেতা।

নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম মুকুলের সভাপতিত্বে ও পিরোজপুর ইউনিয়ন ১নং ওয়ার্ডের বিএনপির সভাপতি নুরনবী মাষ্টারের সঞ্চালনায় অনুষ্ঠানে এসময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন পিরোজপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সহ সাধারণ সম্পাদক আলহাজ্ব সিরাজুল হক ভূইয়া, শম্ভুপুরা ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল মালেক মাস্টার, পিরোজপুর ইউনিয়ন বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান, দপ্তর সম্পাদক মোঃ আব্দুর রশিদ, জেলা যুবদল নেতা হাজী রাজু আহম্মেদ রমজান,পিরোজপুর ইউনিয়ন বিএনপি নেতা ওয়াজ করোনী ফরাজি,  বিএনপি নেতা মোরশেদ আলম, উপজেলা যুবদলের সাবেক সদস্য শাহিন মিয়া, যুবদল নেতা আবুল কাশেম,শম্ভুপুরা ইউনিয়ন বিএনপি নেতা কবির হোসেন ভুইয়া বাবুল, শাহাদাৎ মেম্বার,আলহাজ্ব শামছুল আলম, এডভোকেট এ.কে.এম ফজলুল হক, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি ওয়াহেদ বিন বকুল, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম মুকুল ও জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সালাউদ্দিন সালুসহ স্থানীয় বিএনপির  নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় বিশেষ দোয়া করা হয়। এর আগে বিভিন্ন ওয়ার্ড থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে অনুষ্ঠানে যোগ দেন দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।