জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হুমায়ুন কবির চৌধুরী পদত্যাগ করেছেন।
রোববার (২২ সেপ্টেম্বর) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নবনির্বাচিত কোষাধ্যক্ষ বরাবর তিনি তার পদত্যাগপত্র জমা দেন।পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. শেখ গিয়াস উদ্দিন।
তিনি বলেন, পদত্যাগপত্রটি আমার কাছে ১২ টার দিকে এসেছে। আমি সেটি মন্ত্রনালয়ে পাঠিয়ে দিয়েছি।
এর আগে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর ১১ আগস্ট শিক্ষার্থীদের দাবির মুখে পদত্যাগ করেন উপাচার্য, রেজিস্ট্রার, প্রক্টর, প্রভোস্টসহ বিভিন্ন দপ্তর প্রধান। তবে সেসময় কোষাধ্যক্ষ হুমায়ুন কবির চৌধুরী নিজ পদে বহাল ছিলেন।
এ বিষয়ে সদ্য পদত্যাগ করা কোষাধ্যক্ষ হুমায়ুন কবির চৌধুরী বলেন, ‘ওই সময় সবাই পদত্যাগ করলে তো বিশ্ববিদ্যালয় অভিভাবক শূন্য হয়ে যেত। এখন যেহেতু অভিভাবক আছে তাই পদত্যাগ করেছি।’


























