প্রচন্ড তাপদাহে রংপুর চিড়িয়াখানার প্রাণিগুলোর মধ্যে হাঁসফাঁস অবস্থার সৃষ্টি হয়েছে। রংপুর বিনোদন উদ্যান চিড়িয়াখানার প্রাণিগুলোও একটু শীতল পরশের জন্য ছটফট করছে। দর্শনার্থী আতিক বলেন প্রাণিগুলো দেখে মনে হচ্ছে এদের কেউ নেই, তপ্ত রোদে হরিণ গুলো হাঁসফাঁস করছে, যেন দেখার কেউ নেই। গাধা মুখ দিয়ে লালা ঝড়ছে, অন্যান্য প্রাণির একই অবস্থা মনে হচ্ছে। বাঘের খাঁচার সামনে সিটি বাজারের ব্যবসায়ী বেলাল বলেন অসহায় বাঘ দেখে মনে হচ্ছে কতদিন থেকে যেন অনাহারে। চিড়িয়াখানা সূত্রে জানা যায়, রংপুর চিড়িয়াখানায় ৩১ প্রজাতির প্রায় ২৫৪ প্রাণি রয়েছে। চিড়িয়াখানায় যে সব প্রাণি রয়েছে সেগুলো হল সিংহ ২টি, জলহস্তি ৩ টি, ময়ুর ৮টি, হরিণ ৫৯ টি, অজগর সাপ দুটি, ইমু পাখি ৩টি, বানর ৯টি, কেশওয়ারি ১টি, গাধা ৩টি, ঘোড়া ২টি, ভাল্লুক ১টি। দেশে দুটি সরকারি চিড়িয়াখানের মধ্যে রংপুরে একটি। এসব প্রাণিগুলোর মধ্যে নিঃসঙ্গ অবস্থায় রয়েছে ভাল্লুক, হনুমান, কেশওয়ারি। কিছুদিন আগে নিঃসঙ্গ অবস্থায় থাকা উটপাখিটি মারা গেছে। দীর্ঘদিন থেকে কর্তৃপক্ষ সঙ্গীহীন প্রাণিগুলোর সঙ্গী আনার জন্য ঢাকায় আবেদন। সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদ রংপুর নগরীর হনুমানতলা এলাকার ৮৯ সালে গড়ে তোলেন রংপুর চিড়িয়াখানটি। এটি দর্শনার্থীদের জন্য ৯২ সালে খুলে দেয়া হয়। প্রায় ২১ একর জমির উপর প্রতিষ্ঠিত চিড়িয়াখানাটিতে প্রতিদিন কয়েক হাজার দর্শনাথীর সমাগম হয়। প্রচন্ড গরমে চিড়িড়য়াখানার প্রাণিগুলো অনেকটা নিস্তেজ হয়ে পড়ার উপক্রম হয়েছে। তবে চিড়িয়াখানা কর্তৃপক্ষ বলেন, গরমের কারণে চিড়িখানার পশুদের বিশেষ যত্ন নেয়া হচ্ছে। প্রাণিদের ভিটামিন সি ও স্যালাইন খাওয়ানো হচ্ছে। তবে প্রচন্ড গরমে মানুষের যেমন অস্বস্তি হচ্ছে। তেমনি প্রাণিদের অস্বস্তি হচ্ছে।
শিরোনাম
প্রচন্ড তাপদাহে রংপুর চিড়িয়াখানার প্রাণিগুলোর হাঁসফাঁস
-
রংপুর ব্যুরো - আপডেট সময় : ০৩:৩৪:২৪ অপরাহ্ন, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪
- ।
- 56
জনপ্রিয় সংবাদ
























