০২:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

চাটখিলে তারাজ ফিলিং স্টেশনে হামলা ভাঙচুর লুটপাট 

দেশের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের সাথে সাথে নোয়াখালীর চাটখিলে চালানো হয়েছে ধ্বংসযজ্ঞ। সোমবার (৫  আগস্ট)  বিকেল ৪টার দিকে চাটখিল জুড়ে আনন্দ উল্লাসের পাশাপাশি অতিউৎসাহী জনতা ও সন্ত্রাসীরা হামলা,ভাঙচুর ও লুটপাটে চালায়।
অভিযোগ রয়েছে বিএনপি তথাকথিত ২/৩ জন নেতার নির্দেশে চাটখিল পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ উল্লাহ পাটোয়ারীর মালিকানাধীন তারাজ ফিলিং স্টেশনে হামলা, ভাঙচুর ও লুটপাট করা হয়।
হামলাকারীরা অফিসের আলমারি থেকে ১৮ লক্ষ টাকা এবং ক্যাশ থেকে ৮ লাখ টাকার মতো লুট করে নিয়ে যায়।
 তারাজ ফিলিং স্টেশনের মালিক চাটখিল  পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ উল্লাহ পাটোয়ারী জানান, সন্ত্রাসীদের হামলা এবং লুটপাটের ঘটনায় তার ফিলিং স্টেশনের ১ কোটি ৫২ লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়।  এখনো একটি গ্রুপ তার এই ব্যবসায়ী প্রতিষ্ঠানের ক্ষতি করার জন্য বিভিন্নভাবে ষড়যন্ত্র করে যাচ্ছে বলে তিনি জানান।
মোহাম্মদ উল্লাহ পাটোয়ারী উপজেলা যুবলীগের আহ্বায়ক ছিলেন দীর্ঘদিন। এছাড়া তিনি চাটখিল পৌরসভার নির্বাচিত মেয়র হিসেবে ৫ বছর দায়িত্ব পালন করেন । গত ১৫ বছর আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেও প্রতিহিংসার বসবর্তী হয়ে মোহাম্মদ উল্লাহ পাটায়ারী বিএনপি নেতাকর্মী কিংবা অন্য কারো কোন ক্ষতি করেননি। চাটখিলের রাজনীতিতে তিনি একজন পরিচ্ছন্ন  রাজনীতিবিদ হিসেবে সকলের কাছে পরিচিত। মোহাম্মদ উল্লাহ পাটোয়ারী মালিকানাধীন ফিলিং স্টেশনে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় চাটখিলের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ নিন্দা জানান।
জনপ্রিয় সংবাদ

চাটখিলে তারাজ ফিলিং স্টেশনে হামলা ভাঙচুর লুটপাট 

আপডেট সময় : ০৪:১৪:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪
দেশের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের সাথে সাথে নোয়াখালীর চাটখিলে চালানো হয়েছে ধ্বংসযজ্ঞ। সোমবার (৫  আগস্ট)  বিকেল ৪টার দিকে চাটখিল জুড়ে আনন্দ উল্লাসের পাশাপাশি অতিউৎসাহী জনতা ও সন্ত্রাসীরা হামলা,ভাঙচুর ও লুটপাটে চালায়।
অভিযোগ রয়েছে বিএনপি তথাকথিত ২/৩ জন নেতার নির্দেশে চাটখিল পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ উল্লাহ পাটোয়ারীর মালিকানাধীন তারাজ ফিলিং স্টেশনে হামলা, ভাঙচুর ও লুটপাট করা হয়।
হামলাকারীরা অফিসের আলমারি থেকে ১৮ লক্ষ টাকা এবং ক্যাশ থেকে ৮ লাখ টাকার মতো লুট করে নিয়ে যায়।
 তারাজ ফিলিং স্টেশনের মালিক চাটখিল  পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ উল্লাহ পাটোয়ারী জানান, সন্ত্রাসীদের হামলা এবং লুটপাটের ঘটনায় তার ফিলিং স্টেশনের ১ কোটি ৫২ লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়।  এখনো একটি গ্রুপ তার এই ব্যবসায়ী প্রতিষ্ঠানের ক্ষতি করার জন্য বিভিন্নভাবে ষড়যন্ত্র করে যাচ্ছে বলে তিনি জানান।
মোহাম্মদ উল্লাহ পাটোয়ারী উপজেলা যুবলীগের আহ্বায়ক ছিলেন দীর্ঘদিন। এছাড়া তিনি চাটখিল পৌরসভার নির্বাচিত মেয়র হিসেবে ৫ বছর দায়িত্ব পালন করেন । গত ১৫ বছর আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেও প্রতিহিংসার বসবর্তী হয়ে মোহাম্মদ উল্লাহ পাটায়ারী বিএনপি নেতাকর্মী কিংবা অন্য কারো কোন ক্ষতি করেননি। চাটখিলের রাজনীতিতে তিনি একজন পরিচ্ছন্ন  রাজনীতিবিদ হিসেবে সকলের কাছে পরিচিত। মোহাম্মদ উল্লাহ পাটোয়ারী মালিকানাধীন ফিলিং স্টেশনে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় চাটখিলের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ নিন্দা জানান।