বরিশালের বানারীপাড়ায় মাধ্যমিক শিক্ষাকে বৈষম্য মুক্ত ও জাতীয়করণ এবং জাতীয়করণের পূর্ব পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের পদায়ণ বন্ধ রাখা ও শিক্ষা ব্যবস্থা সংস্কার করার দাবিতে উপজেলার বেসরকারি মাধ্যমিক পর্যায়ের শিক্ষকগণ মানববন্ধন করেন এবং উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে মাননীয় শিক্ষা উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেছেন।এসময়ে শিক্ষক নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন বরিশাল জেলা শিক্ষক সমিতি (সেলিম ভুঁইয়া গ্রুপ) এর আহ্বায়ক গোলাম মাহমুদ মাহবুব মাস্টার,বানারীপাড়া উপজেলা শিক্ষক সমিতির সভাপতি আব্দুস সাত্তার মোল্লা,উপজেলার সাধারণ সম্পাদক মোঃ মাহবুবুর রহমানসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক ও সহকারী শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন। ২৪ সেপ্টেম্বর সকাল ১০ টায় তারা উপজেলা প্রশাসনিক কার্যালয়ের সম্মুখে মানববন্ধনে বলেন বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে মাধ্যমিক শিক্ষা ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল, আমরা এ শিক্ষাকে আবারো প্রাণ ফিরিয়ে দিতে বদ্ধপরিকর।এছাড়াও শিক্ষক নেতারা জানান মাধ্যমিক পর্যায়ের ৯৭% শিক্ষা প্রতিষ্ঠান বেসরকারি এবং এ প্রতিষ্ঠানগুলো জাতীয়করণ করা একান্ত দরকার, কারণ এখানে শিক্ষিত জনগোষ্ঠীর বিপুল অংশ নিয়োজিত আছে যারা স্বল্প বেতনে চাকরি করে তাদের পরিবার চালাতে হিমশিম খাচ্ছে। তারা দাবি জানিয়ে বলেন সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে একই সময়ে একই বই পড়ানো হয়, শিক্ষকদের শিক্ষাগত যোগ্যতা এক এবং তাদের কর্ম ঘন্টা এক হওয়া সত্ত্বেও তারা বৈষম্যের শিকার হচ্ছেন যা শিক্ষার গুণগতমান বিনষ্টে অন্যতম অন্তরায় সৃষ্টি করছে। সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের প্রশাসনিক অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার পদে পদায়ন করা হলে তাদের নিম্ন পদস্থ অভিজ্ঞতা সম্পন্নদের সাহায্য নিয়ে পরিচালিত হতে হয় যার কারনে তারা প্রশাসনিক দৃঢ় সিদ্ধান্ত গ্রহণে জটিলতায় পড়েন।অনভিজ্ঞ ওই শিক্ষা অফিসারের অধীনে কাজ করতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের মধ্যে অসন্তোষের সৃষ্টি হতে পারে। সে কারণেই উপজেলা, জেলা, অঞ্চল ও মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মাধ্যমিক শাখায় ৩১ বছর শিক্ষা প্রশাসনে দক্ষতা সম্পন্ন ষষ্ঠ গ্রেড অফিসার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারদের পদোন্নতি ও পদায়নের জন্য তারা জোর দাবি জানিয়েছেন। নানা মাত্রিক সমস্যায় মাধ্যমিক শিক্ষা জর্জরিত এবং স্কুল, মাদ্রাসা, সরকারি ও বেসরকারিসহ বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান হওয়ায় বৈষম্য ব্যাপক আকার ধারণ করেছে বলে তারা অভিযোগ করেন।দ্রুত পরিবর্তনশীল বিশ্বের সাথে তাল মিলিয়ে একটি যুগ উপযোগী শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে তারা জোর দাবি জানিয়েছেন।
শিরোনাম
বরিশালের বানারীপাড়ায় মাধ্যমিক শিক্ষাকে বৈষম্যমুক্ত ও জাতীয়করণ করার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
-
বানারীপাড়া প্রতিনিধি - আপডেট সময় : ০৭:২২:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪
- ।
- 121
জনপ্রিয় সংবাদ
























