ওয়াজেদ আলী, বদলগাছী (নওগাঁ) নওগাঁর বদলগাছী উপজেলার ঐতিহাসিক পাহাড়পুর ইউনিয়নের ধর্মপুর- গোয়ালভিটা হোসেনিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মোঃ আনোয়ার হোসেনের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ,দূর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রাথমিক সত্যতা পাওয়া যায়। প্রেরিত প্রতিবেদনের সিদ্ধান্ত মাদ্রাসা বোর্ড এর ডিজির নিকট থেকে না আসা পর্যন্ত উপাধ্যক্ষ মোঃ আমানুল্লা দেওয়ানকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ এর দায়িত্ব প্রদান করা হয়েছে বলে জানা গেছে। গত ২১/০৮/২০২৪ ইং তারিখে ঐতিহাসিক পাহাড়পুর ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ আঃ করিম সহ কতিপয় এলাকাবাসী অধ্যক্ষ মোঃ আনোয়ার হোসেনর বিভিন্ন অনিয়ম, দূর্নীতি ও অর্থ আত্মসাতের বিরুদ্ধে বদলগাছী উপজেলা নির্বাহী অফিসার ও সভাপতির নিকট লিখিত অভিযোগ করেন। তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি ০৪/০৯/২০২৪ ইং তারিখে তদন্তে অভিযোগের প্রাথমিক সত্যতা পান। এর পেক্ষিতে বদলগাছী উপজেলা নির্বাহী অফিসার ও সভাপতি অধ্যক্ষ এর বিরুদ্ধে প্রয়োনীয় সিদ্ধান্ত গ্রহনের জন্য মাদ্রাসা বোর্ডের ডিজির নিকট প্রতিবেদন প্রেরণ করেন। যাহার স্বারক্ষ নম্বর ১০১৭ তারিখ ১১/৯/২০২০ ইং বলে ইউএনও অফিসের প্রধান অফিস সহকারী সুমন চন্দ্র জানান। এলাকাবাসী সহ উল্লেখিত মাদ্রাসার শিক্ষকরা জানান অধ্যক্ষ দীর্ঘ দিন থেকে মাদ্রারাসায় অনুপস্থিত থাকায় শিক্ষকদের বেতন বিল ও মাদ্রাসা পরিচালনা বিঘ্নিত হওয়ায় ২৪/০৯/২০২৪ ইং তারিখে বদলগাছী উপজেলা নির্বাহী অফিসারের কক্ষে এক সভায় ডিজির সিদ্ধান্ত না আসা পর্যন্ত মাদ্রাসার সার্বিক কার্যাদি পরিচালনার জন্য উপাধ্যক্ষ মোঃ আমানউল্লা দেওয়ানকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব প্রদানের সিদ্ধান্ত গ্রহন করা হয় বলে ভারপ্রাপ্ত অধ্যক্ষ আমানউল্লা দেওয়ান মোবাইল ফোনে বলেন। অধ্যক্ষ আনোয়ার হোসেনের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তিনি ফোন ধরেননি। এবিষয়ে মোবাইল ফোনে নির্বাহী অফিসার মাহবুব হাসানের সঙ্গে কথা বললে উপরোল্লিখিত সিদ্ধান্ত গ্রহনের কথা নিশ্চিত করেছেন।
শিরোনাম
বদলগাছীতে মাদ্রাসা অধ্যক্ষের অর্থ আত্মসাতের অভিযোগের সিদ্ধান্ত ডিজি থেকে না আসা পর্যন্ত উপাধ্যক্ষকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব প্রদান
-
ওয়াজেদ আলী ,বদলগাছী, নওগাঁ - আপডেট সময় : ০৪:৪৯:৫০ অপরাহ্ন, বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪
- ।
- 202
জনপ্রিয় সংবাদ
























