বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার ৯ জাঙ্গালিয়া ইউনিয়নের চর পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক আঃ ছালাম কবীর ব্যক্তি জীবনে বিএনপির সমর্থক হওয়ায় ঐ ইউনিয়নের চেয়ারম্যান আঃ কাদের ফরাজীর নির্দেশে তার পুত্র বেল্লাল ফরাজিসহ আরো কয়েকজন মিলে ৫ লক্ষ টাকা চাঁদা নিয়েছেন মর্মে মেহেন্দিগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী শিক্ষকের ছেলে মাসুম বিল্লাহ।
এতে জাঙ্গালিয়া ইউপি চেয়ারস্যান আঃ কাদের ফরাজী, তার দুই পুত্রসহ ৪ জনকে আসামী করা হয়। অভিযোগ সূত্রে জানা যায়, জাঙ্গালিয়া ইউনিয়নের সাবেক মেম্বার ছিলেন শিক্ষক আঃ ছালাম কবীর (চুন্নু)। বর্তমানে ঐ ৫ নং ওয়ার্ডের মেম্বার তার স্ত্রী ফাতেমা বেগম থাকায় আসামীরা ষড়যন্ত্রের মাধ্যমে ভূয়া জেলে কার্ড বিতরনের অভিযোগ তোলে এবং তার প্রেক্ষিতে ১০ লক্ষ টাকা চাঁদা দাবী করেন চেয়ারম্যানসহ আসামীরা।
পরবর্তীতে জীবন ও সম্পদ এবং চাকুরী বাঁচাতে নগদ ৫ লক্ষ টাকা এবং ৩ একর জমির ফসল দিতে হয় আসামীদের! যার বর্তমান বাজার মূল্য আনুমানিক ৩লক্ষ টাকা। এছাড়াও একাধিকবার শিক্ষক আঃ ছালাম কবীরকে শারীরিক নির্যাতন করেছে এই আসামীরা। বিএনপির সমর্থক হওয়ায় বিভিন্ন সময় শিক্ষক আঃ ছালাম কবীরকে লাঞ্ছিত ও প্রতিনিয়ত চেয়ারম্যানের ছেলেরাসহ তার পেটুয়া বাহিনী হুমকি ধমকি দিতেন বলে অভিযোগ করেন নির্যাতনের শিকার শিক্ষক আঃ ছালাম কবীর।
চেয়ারম্যান আঃ কাদের ফরাজি সাবেক এমপি পঙ্কজ নাথের কাছের লোক ছিলো, তাই তার এবং তার ছেলেদের কোনো অপকর্মের বিরুদ্ধে কেউ মুখ খুলতে পারেনি। এছাড়াও আসামীরা আঃ ছালাম কবীরকে মিথ্যা মামলায় ৪ দিন জেলও খাটিয়েছেন। বর্তমান পরিবেশগত পরিস্থিতির কারনে ভিকটিম আঃ ছালাম কবীরের পক্ষে তার ছেলে মাসুম বিল্লাহ অপরাধীদের বিচার চেয়ে মেহেন্দিগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন প্রায় ১ মাস হলো। কিন্তু সাবেক ওসি ইয়াছিনুল হকের অভিযোগটি আমলে না নিয়ে সময়ক্ষেপণ করে করেন।
এ ব্যাপারে অভিযুক্ত চেয়ারম্যান আঃ কাদের ফরাজির কাছে মোবাইল ফোনে জানতে চাইলে তিনি এই প্রতিবেদককে জানান, আমার বিরুদ্ধে আঃ ছালাম কবীরের আনীত সকল অভিযোগ মিথ্যা। ভুক্তভোগী শিক্ষক আঃ ছালাম কবীর বলেন, চেয়ারম্যান আঃ কাদের ফরাজী এমপি পংকজ নাথের সমর্থক হওয়া এলাকায় যা ইচ্ছে তাই করে বেড়িয়েছে, ভয়ে কেউ কথা বলতে পারেনি। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে, আমি আশা করি বর্তমান ওসি অভিযোগটি গুরুত্ব সহকারে তদন্ত করে আমলে নিয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করবেন।
























