প্রাথমিক সহকারী শিক্ষকদের দশম গ্রেডে বেতন ভাতা বাস্তবায়নের দাবিতে দুর্যোগপূর্ন আবহাওয়া উপেক্ষা করে আজ ২৬ সেপ্টেম্বর ২০২৪ ইং তারিখ রোজ বৃহঃবার ফরিদপুর জেলার সদরপুর উপজেলায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের প্রাথমিক সহকারী শিক্ষকবৃন্দ বিকেল সাড়ে তিনটার দিকে উপজেলা পরিষদ চত্ত্বরে এই কর্মসূচি পালন করেন।আজ সারাদিন দফায় দফায় ঝড়ো হাওয়া ও রিমঝিম বৃষ্টি থাকলেও কয়েকশ সহকারী শিক্ষক ঝড়বৃষ্টি উপেক্ষা করে স্বতঃস্ফুর্ত ভাবে এই মানববন্ধনে অংশগ্রহন করেন।
উপজেলার হাওলাদার ডাঙ্গী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও ১০ম গ্রেড বাস্তবায়ন কমিটির আহব্বায়ক মোঃ প্রিন্স মাহমুদ এর সঞ্চালনায় উপজেলার বিভিন্ন সহকারী শিক্ষক ও ১০ম গ্রেড বাস্তবায়ন কমিটির শিক্ষক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
এসময় তারা বলেন,বর্তমান বেতনভাতা দিয়ে জীবিকা নির্বাহ করা সম্ভব হচ্ছেনা। তারা পরিবার চালাতে হিমসিম খাচ্ছেন। এই বেতনভাতা দিয়ে কখনো উন্নত জীবন মান সম্ভব নয়। এজন্য মেধাবীরা প্রাথমিকে শিক্ষকতা পেশায় না এসে অন্য পেশায় ছুটছেন।
সহকারী শিক্ষকদের দাবী – প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগে শিক্ষাগত যোগ্যতা স্নাতক (২য় বিভাগ) বা সমমান হলেও ১০ম গ্রেড পেতে শুধুমাত্র আমলাতান্ত্রিক প্রতিবন্ধকতাই দায়ী।
এছাড়াও যৌক্তিকতা ও ন্যায্যতার বিবেচনায় পরীক্ষণ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও রাষ্ট্রের অন্যান্য ডিপার্টমেন্টের কর্মচারীদের ন্যায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদকে মেধাবীদের নিকট আরো আকর্ষণীয় করতে এবং সহকারী শিক্ষকদের জীবনমান উন্নত ও মর্যাদাসম্পন্ন করতে ১০ম গ্রেডের দাবী ন্যায়সংগত। এই মানববন্ধনে শিক্ষকরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তাদের দাবির প্রেক্ষিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান
মানববন্ধন শেষে দশম গ্রেড বাস্তবায়নের জন্য উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
























