বরিশালের বানারীপাড়ায় সনাতন ধর্মাবলম্বীদের আসন্ন শারদীয় দূর্গা উৎসব উৎযাপনে আইন শৃঙ্খলা সমুন্নত রাখার নিমিত্তে উপজেলা প্রশাসনের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৬ই সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ডা. অন্তরা হালদারের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যের মধ্য বক্তব্য রাখেন সেনাবাহিনীর প্রতিনিধি ক্যাপ্টেন তাজ, উপজেলা সহকারী কমিশনার ভূমি মুসতাসিন রহমান অনিন্দ্র, উপজেলা বিএনপির সদস্য সচিব রিয়াজ আহমেদ মৃধা, জেলা বিএনপির সদস্য ও শিক্ষক নেতা গোলাম মাহমুদ (মাহবুব মাস্টার),বানারীপাড়া থানা অফিসার ইনচার্জ(ওসি) মো: মাইনুল ইসলাম, বানারীপাড়া পৌর জামায়াতে ইসলামী আমীর মো: কাওসার হোসেন, ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ বানারীপাড়া উপজেলা সভাপতি মাওলানা মো: শিহাব উদ্দীন, সাংবাদিক মো: সাইদুল ইসলাম,বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি সাব্বির আহমেদ,বানারীপাড়া পৌরসভার হরিসভা মন্দিরের সভাপতি বিবেকানন্দ কুন্ড,সার্বজনীন মন্দিরের সভাপতি দেবাশীষ দাস,সদর ইউনিয়নের মাছরং সার্বজনীন মন্দিরের সভাপতি,সুকুৃমার রায়সহ বানারীপাড়া উপজেলার বিভিন্ন সার্বজনীন মন্দির কমিটি, বিভিন্ন রাজনৈতিক, সামিজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ। সভায় আগামী ৮ অক্টোবর অনুষ্ঠিতব্য শারদীয় দুর্গা উৎসবকে নির্বিগ্ন ও উৎসবমুখর করতে বিভিন্ন দিক-নির্দেশনামূলক আলোচনা করা হয়।
শিরোনাম
বানারীপাড়ায় শারদীয় দূর্গা উৎসব উদযাপনের মতবিনিময় সভা অনুষ্ঠিত
-
বানারীপাড়া প্রতিনিধি - আপডেট সময় : ০৮:১৯:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৪
- ।
- 161
জনপ্রিয় সংবাদ
























