১১:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

চট্টগ্রামে চুরি হওয়া ৩০ ড্রাম কেমিক্যাল উদ্ধার

চট্টগ্রামের ইপিজেড এলাকা থেকে বরিশালে গন্তব্যরত অপসোনিন ফার্মা লিমিটেডের ১৭ লাখ ২৫ হাজার টাকা কেমিক্যাল সীতাকুণ্ড থেকে উদ্ধার করেছে পুলিশ। তবে এ সময় কাউকে আটক করতে পারেননি তারা।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) কাজী মো. তারেক আজিজ বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ জানায়, গত ১০ সেপ্টেম্বর অপসোনিন ফার্মা লিমিটেড কোম্পানির ৩২০ ড্রাম কেমিক্যাল ইপিজেড থানার লেবার কলোনির ওভারফ্লো ইয়ার্ড থেকে বরিশালের পৌঁছে দেওয়ার জন্য মো. সালাউদ্দিন নামে এক ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হয়। তিনি কেমিক্যাল পৌঁছাতে ৮টি ট্রাক ভাড়া করেন। ওইদিন রাত ৮টার দিকে গাড়িগুলো বরিশালের উদ্দেশ্যে রওনা দেয়। তবে চলতিপথে একটি গাড়ির চালক অসংলগ্ন কথাবার্তা বলতে থাকেন এবং ভাড়ার কিছু অংশ অগ্রিম চাইতে থাকেন।

১২ সেপ্টেম্বর সকাল ১১টার দিকে বরিশাল জেলার কোতোয়ালী থানার রূপাতলী থেকে সালাউদ্দিনের ম্যানেজার মো. মাকসুদ জানান একটি ট্রাক গন্তব্যে পৌঁছায়নি। ওই ট্রাকের চালক ও মালিকের নম্বরও বন্ধ ছিল। পরবর্তীতে এ ঘটনায় মো. সালাউদ্দিন বাদী হয়ে ইপিজেড থানায় একটি এজাহার দায়ের করেন।

ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আখতারুজ্জামান বলেন, ‘মামলার পর আমাদের টিম চুরি করা কেমিক্যাল শনাক্তে কাজ করে। গত ২৪ সেপ্টেম্বর সকাল ১০টার দিকে আমরা সীতাকুণ্ডের ফৌজদারহাট এলাকা থেকে ৩০ ড্রাম কেমিক্যাল উদ্ধার করি। তবে আমরা জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারিনি। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে আমাদের অভিযান চলছে।’

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে চুরি হওয়া ৩০ ড্রাম কেমিক্যাল উদ্ধার

আপডেট সময় : ১০:৩০:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০২৪

চট্টগ্রামের ইপিজেড এলাকা থেকে বরিশালে গন্তব্যরত অপসোনিন ফার্মা লিমিটেডের ১৭ লাখ ২৫ হাজার টাকা কেমিক্যাল সীতাকুণ্ড থেকে উদ্ধার করেছে পুলিশ। তবে এ সময় কাউকে আটক করতে পারেননি তারা।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) কাজী মো. তারেক আজিজ বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ জানায়, গত ১০ সেপ্টেম্বর অপসোনিন ফার্মা লিমিটেড কোম্পানির ৩২০ ড্রাম কেমিক্যাল ইপিজেড থানার লেবার কলোনির ওভারফ্লো ইয়ার্ড থেকে বরিশালের পৌঁছে দেওয়ার জন্য মো. সালাউদ্দিন নামে এক ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হয়। তিনি কেমিক্যাল পৌঁছাতে ৮টি ট্রাক ভাড়া করেন। ওইদিন রাত ৮টার দিকে গাড়িগুলো বরিশালের উদ্দেশ্যে রওনা দেয়। তবে চলতিপথে একটি গাড়ির চালক অসংলগ্ন কথাবার্তা বলতে থাকেন এবং ভাড়ার কিছু অংশ অগ্রিম চাইতে থাকেন।

১২ সেপ্টেম্বর সকাল ১১টার দিকে বরিশাল জেলার কোতোয়ালী থানার রূপাতলী থেকে সালাউদ্দিনের ম্যানেজার মো. মাকসুদ জানান একটি ট্রাক গন্তব্যে পৌঁছায়নি। ওই ট্রাকের চালক ও মালিকের নম্বরও বন্ধ ছিল। পরবর্তীতে এ ঘটনায় মো. সালাউদ্দিন বাদী হয়ে ইপিজেড থানায় একটি এজাহার দায়ের করেন।

ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আখতারুজ্জামান বলেন, ‘মামলার পর আমাদের টিম চুরি করা কেমিক্যাল শনাক্তে কাজ করে। গত ২৪ সেপ্টেম্বর সকাল ১০টার দিকে আমরা সীতাকুণ্ডের ফৌজদারহাট এলাকা থেকে ৩০ ড্রাম কেমিক্যাল উদ্ধার করি। তবে আমরা জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারিনি। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে আমাদের অভিযান চলছে।’