স্থানীয় বন কর্মকর্তাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের কয়েক’শ মানুষ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে। রবিবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সিডষ্টোর আল মদিনা শপিং কমপ্লেক্সের সামনে ওই বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
জানা যায়, ভালুকার হবিরবাড়ী রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা হারুন অর রশিদ ও কাদিগড় বিট কর্মকর্তা আনোয়ার হোসেন খানের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ তোলেন এলাকাবাসি। বন কর্মকর্তাদের হয়রানিমূলক মামলাসহ বিভিন্ন অপকর্মের বিচারের দাবিতে এদিন দুপুরে মানববন্ধন বিক্ষোভ সমাবেশ করে এলাকাবাসি। এতে বক্তব্য রাখেন তোফায়েল ইবনে জামাল, মঞ্জুর মাহমুদ, কামাল হোসেন মেম্বার, আব্দুর রউফ, শাহজাহান সিরাজ, আবুল হোসেন মাস্টার ও রফিকুল ইসলাম প্রমুখ।
পরে বিক্ষুব্ধ জনতা মহাসড়কে জড়ো হয়ে অবরোধ করে রাখে। দীর্ঘ আধ ঘন্টাব্যাপী চলে অবরোধ। এতে মহাসড়কে আটকা পড়ে ছোট বড় অসংখ্য যানবাহন। ভোগান্তিতে পড়েন বহু যাত্রী সাধারণ। খবর পেয়ে ভালুকা মডেল থানার ওসি হুমায়ুন কবির ও উপজেলা নির্বাহ অফিসার আলী নূর খান ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিক্ষুব্ধ জনতাকে তাদের দাবির বিষয়টি সমাধানের আশ^াস দিলে জনতা সড়ক থেকে সরে দাঁড়ায়। পরে যান চলাচল স্বাভাবিক হয়্
























