বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ১৫ জুলাই থেকে শুরু করে ৫ আগস্ট পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘটে যাওয়া সব সহিংস ঘটনায় জড়িতদেরকে চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসতে ৪ সদস্য বিশিষ্ট তদন্ত কমিশন গঠন করা হয়েছে।
রবিবার, ২৯ সেপ্টেম্বর, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের দপ্তর থেকে পাঠানো এক অফিস আদেশের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। গঠিত কমিশনকে ৩০ দিনের মধ্যে রিপোর্ট প্রদান করতে বলা হয়।
আইন অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ইকরামুল হককে আহ্বায়ক ও ডেপুটি রেজিস্ট্রার (তদন্ত) শেখ আইয়ূব আলীকে সচিব করে এ কমিশন গঠন করা হয়। কমিশনের অন্যান্য সদস্যরা হলেন-ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ড. নাদিয়া নেওয়াজ রিমি ও সহকারী প্রক্টর শেহরীন আমিন ভূঁইয়া।
রেজিস্ট্রার অফিস থেকে পাঠানো অফিস আদেশে বলা হয়, ২০২৪ সালের ১৫ জুলাই হতে ৫ আগস্ট পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সংঘটিত সহিংস ঘটনায় জড়িতদের চিহ্নিত করে প্রশাসনিক ব্যবস্থার আওতায় নিয়ে আসার জন্য উপাচার্য কর্তৃক একটি সত্যানুসন্ধান কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী ৩০ (ত্রিশ) কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দেয়ার জন্য অনুরোধ করা হয়েছে।
























