জুলাইয়ের ১ তারিখ থেকে ক্লাস শুরু হওয়ার কথা থাকলেও জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের কারণে ঢাকা ৩ তিন মাস বিলম্বে শুরু হলো নবীনদের একাডেমিক কার্যক্রম। নানা চড়াই উৎরাই পেরিয়ে ২০২৩-২৪ সেশনের শিক্ষার্থীদের ক্লাস শুরু হয়েছে সোমবার থেকে।
সোমবার (৩০ সেপ্টেম্বর) সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস মুখরিত হয়ে উঠে নবীনদের পদচারণায়। এদিন বিভিন্ন বিভাগে নবীনদের বরণ করে নেয়ার আয়োজন হয়।
ভর্তি কার্যক্রমের নানা চড়াই উৎরাই পেরিয়ে বিশ্ববিদ্যালয়ের ক্লাসে অংশ নিতে পেরে আনন্দিত শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের কার্জন হল, অপরাজেয় বাংলা, রাজু ভাস্কর্যসহ ঐতিহাসিক স্থানগুলোতে নবীন শিক্ষার্থী ও অভিভাবকদের উপচে পড়া ভীড় চোখে পড়ে।
সামাজিক বিজ্ঞান অনুষদের শিক্ষার্থশবনম মারিয়াম বলেন, আমি অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম কবে আমার সহপাঠীদের সাথে মিলিত হব। কবে আমার নতুন বন্ধুদের সাথে আড্ডা দিব। অবশেষে আজকে আমরা ক্লাসে সমবেত হতে পেরেছি।
ব্যবসায় শিক্ষা অনুষদের নবীন শিক্ষার্থী রিফাত জানান, শিক্ষা জীবনে নতুন একটা অধ্যায়ের সূচনা হয়েছে আজ। এতো এতো প্রতীক্ষার পর ক্লাসে অংশ নিতে পেরে আমাদের অন্য রকম ভালো লাগা কাজ করছে।
কলা অনুষদের নবীন শিক্ষার্থী মাহফুজা আক্তার বলেন, বিশ্ববিদ্যালয় জীবনে প্রথমবারের মতো ক্লাসে অংশ নিলাম। খুবি নতুন একটা অভিজ্ঞতা। জীবনের পাতায় স্মৃতিবিজড়িত একটি দিন হিসেবে রয়ে যাবে আজকের এ দিনটি।

























